ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সমর্থকে ঠাসা ওয়াংখেড়ের গ্যালারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
সমর্থকে ঠাসা ওয়াংখেড়ের গ্যালারি ছবি:শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়াংখেড়ে থেকে: গ্যালারি ভর্তি ভারতীয় সমর্থক। মাঠের চারপাশ থেকে চিৎকার করছে ‘ইন্ডিয়া জিতেগা, ইন্ডিয়া জিতেগা’।

এতটুকু পা রাখার জায়গা নেই। যেন পুরো মুম্বাইয়ের ২ কোটি সমর্থক এসে আজ জড়ো হয়েছেন এই ওয়াংখেড়ের সবুজ মাঠের গ্যালারিতে।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) ম্যাচ শুরুর পর থেকেই আসতে শুরু করেন দর্শকরা। প্রথম ইনিংসের শুরু থেকেই গ্যালারিতে তিল ধারণের জায়গাটুকুও নেই।

 

সুনিল গাভাস্কার গ্যালারি থেকে শুরু করে স্ট্যান্ড, নর্থ স্ট্যান্ড, বিজয় মারচেন্ট স্ট্যান্ড, শচিন টেন্ডুলকার স্ট্যান্ড, এমসিএ স্ট্যান্ড, ভিত্থল ডেভচা স্ট্যান্ড, গরওয়ার স্ট্যান্ড ও গ্র্যান্ড স্ট্যান্ডের প্রতিটি আসনই সমর্থকদের ভিড়ে মুখর।

শুধু বসেই নয়, গ্যালারির একেবারের উপরের অংশে দাঁড়িয়েও মুগ্ধতা নিয়ে প্রিয় দলের খেলা দেখছেন স্বাগতিক সমর্থকরা। ভারতের পতাকা উঁচু করে, নেচে গেয়ে প্রেরণা জাগিয়ে চলেছেন ভারতীয় সমর্থকরা।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।