ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম: লিন্ডল সিমন্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম: লিন্ডল সিমন্স ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়াংখেড়ে থেকে: ‘অন্য কিছু নয়, শুধু নিজের ওপর আত্নবিশ্বাস ছিল বলেই ৫১ বলে ৮২ রানের ইনিংসটি আমি খেলতে পেরছি, যা দিন শেষে ভারতের বিপক্ষে আমাদের এই জয়টা এসেছে। শুধু আমিই নয় আমাদের পুরো দলেরই এই আত্নবিশ্বাসটি ছিল।

ফলে আমরা স্বাগতিকদের হারিয়ে ফাইনালে উঠেছি। ’

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্বাগতিক ভারতের বিপক্ষে জয়ের মূলমন্ত্র জানতে চাওয়া হলে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান ও দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে হওয়া প্লেয়ার অব দ্য ম্যাচ লিন্ডল সিমন্স।

বৃহস্পতিবার মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।

এই সময় সিমন্স আরও বলেন, ‘কাজটি অতটা সহজ ছিলো না। কেননা ভারত যখন ১৯২ রান সংগ্রহ করে আমাদের ১৯৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিলো, তখন আমরা বেশ চাপের মধ্যে ছিলাম। সেই চাপটি আরও বেড়ে যায় যখন ব্যক্তিগত ৫ রানে গেইল ও ৮ রানে মারলেন স্যামুয়েলস ড্রেসিং প্যাভিলিয়নে ফিরে যান। তবে চার্লসের ঝড়ো গতির ব্যাটিং ও আমার ব্যাটিংয়ে শেষ পর্যন্ত আমরা চাপ কাটিয়ে উঠে জয় নিশ্চিত করেছি। ’

গেইল আউট হয়ে যাবার পর তোমরা একবারও ভেবেছিলে যে জিতবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সিমন্স বললেন, ‘দেখুন টি-টোয়েন্টি কখনওই ওয়ান ম্যান শো গেম নয়। এখানে জিততে হলে দলের সবারই অংশগ্রহণ থাকতে হয়। হ্যাঁ, একথা ঠিক যে ও আমাদের দলের সব চাইতে বিধ্বংষী ব্যাটসম্যান। কিন্তু তার মানে এই নয় যে, ও আউট হয়ে গেলে আমরা কেউই দলের হাল ধরতে পারবো না। ’

মূল কথা হলো, সিমন্স তার মনে বিশ্বাসটি রেখেছিলেন যে তারা জিতবেন। তাই তিনি বললেন ‘দিনটি আমার ছিল। ’

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
এইচএল/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।