ঢাকা: ভারতের কাছে ১ রানের ‘অবিশ্বাস্য’ হারের কষ্টটা এখনো বয়ে বেড়াচ্ছেন মুশফিকুর রহিম! সেই ভারতই এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত উইকেটে হেরে ফাইনালের দর্শক বনে গেছেন ধোনি-কোহলিরা।
স্বাগতিকদের হতাশার ম্যাচ শেষে টিম ইন্ডিয়াকে উদ্দেশ্য করে বিদ্রুপাত্মক টুইট করে বসেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক। যা নিয়ে গোটা ভারতীয় গণমাধ্যমে তোলপাড়।
নিজের অফিসিয়াল টুইটার পেজে মুশফিকের টুইটটি ছিল এরকম, ‘‘হ্যাপিনেস ইজ দিস...!!! #হা হা হা...!!! ইন্ডিয়া লস্ট ইন দ্য সেমিফাইনাল’’। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীতে মহেন্দ্র সিং ধোনির সাক্ষাৎকারের একটি মুহূর্তের ছবি পোস্ট করে এমন কমেন্ট করেন মুশফিক।
এর কিছুক্ষণ পরেই অবশ্য টুইটটি অপসারণ করে দুঃখ প্রকাশ করেন মুশফিক। অবশ্য এর কারণ হিসেবে নিজেকে ওয়েস্ট ইন্ডিজ সমর্থক দাবি করেন তিনি।
রিটুইটে মুশফিক লেখেন, ‘স্যরি টু অল অফ ইউ গাইস...এজ আই এম এ বিগ ওয়েস্ট ইন্ডিজ সাপোর্টার বাট এনিওয়ে স্যরি এগেইন ফর সাম হার্ডস ওয়ার্ডস...!!!’
যাই হোক, ভারতের ‘কাটা গায়ে নুনের ছিটা’ তো ঠিকই দিয়ে দিয়েছেন মুশফিক। তবে ‘ব্যঙ্গাত্মক’ টুটটটি মুছে ফেলে দুঃখ প্রকাশ করতেও ভুল করেননি ‘মি. ডিপেন্ডেবল’।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
এমআরএম