ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ক্লিন্ট ম্যাককে। তবে ডানহাতি এ পেসার সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশ লিগ ও লিচেস্টাশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে যাবেন।
অজি দলের হয়ে ম্যাককে একটি টেস্ট ও সমান টি-টোয়েন্টি খেলেছিলেন। তবে ক্যাঙ্গারুদের হয়ে ওয়ানডে ফরম্যাটে তিনি ছিলেন উজ্জ্বল। ৫৯টি ম্যাচ খেলে ৪.৭৮ ইকোনোমি ও ২৪.৩৭ গড়ে নেন ৯৭টি উইকেট।
২০০৯ সালে ওয়ানডের অভিষেকেই লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে আউট করে বাজিমাত করেন ম্যাককে। সেবার হায়দ্রাবাদে হাই স্কোরিং ম্যাচে অজিরা ৩ রানে জয় পায়। এছাড়া ২০১৩ সালে অজিদের ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে ৫০ ওভারের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ৩৩ বছর বয়সী এ বোলার। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে কেভিন পিটারসেন, জোনাথন ট্রট ও জো রুটকে আউট করেন ম্যাককে।
২০১৩ সালে ম্যাককে অজিদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হন। তবে সে বছরই মূলত তার ক্যারিয়ারে ধ্বস নামে। এরপর ২০১৪ সালে আরও তিনটি ম্যাচ খেললেও পরে তরুণ বোলাররা সুযোগ পাওয়ায় বাদ পড়তে হয় তাকে।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৬
এমএমএস