ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফেরার লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ তাসকিন আহমেদ। যেভাবেই হোক নিজের বোলিং শুদ্ধ প্রমাণ করতে হবে।
বাংলাদেশের তরুণ প্রতিভাবান এ ক্রিকেটারের আজ (০৩ এপ্রিল) জন্মদিন। ডাকনাম তাজিম এবার ২১ বছরে পা দিলেন। ১৯৯৫ সালে ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহন করেন তিনি। তবে এবারের জন্মদিনটি হয়ত তাসকিনের কাছে অন্যবারের থেকে আলাদা হয়ে থাকবে। কারণ জাতীয় দলে ফেরার লক্ষ্যে কঠোর অনুশীলনই এখন দ্রুত গতির এ বোলারের প্রধান লক্ষ্য।
যদিও ভালো খবর শুনিয়েছিলেন হিথ স্ট্রিক। সাবেক জিম্বাবুইয়ানের মতে পুনর্বাসন প্রক্রিয়া থাকা তাসকিন ৪-৬ সপ্তাহের পরই ল্যাবে পরিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিং করার সময় আম্পায়ারদের সন্দেহের চোখে পড়েন তাসকিন। পরে আইসিসি তার বোলিংয়ে ত্রুটি খুঁজে পাওয়া নিষিদ্ধ হন তিনি।
২০১৪ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে টাইগারদের হয়ে অভিষেক হয় তাসকিনের। একই বছরের জুনে ভারতের বিপক্ষে ওয়ানডেতে নাম লেখান তিনি। এখন পর্যন্ত ১৪টি ওয়ানডেতে ২১টি উইকেট ও ১৩টি টি-২০তে নয়টি উইকেট নিয়েছেন তাসকিন।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৬
এমএমএস