ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টির শীর্ষে কোহলি, বদ্রি আর ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
টি-টোয়েন্টির শীর্ষে কোহলি, বদ্রি আর ওয়াটসন ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের ব্যাটসম্যান, বোলার আর অলরাউন্ডারদের শীর্ষ তালিকা প্রকাশ করেছে। সবশেষ প্রকাশিত তালিকায় তিন বিভাগের শীর্ষে রয়েছেন বিরাট কোহলি, স্যামুয়েল বদ্রি এবং শেন ওয়াটসন।

ভারতের ব্যাটিং তারকা কোহলি ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে শীর্ষে থাকতে ৮৮৯ পয়েন্ট অর্জন করেন। দুইয়ে রয়েছেন অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ (৮০৩)। এই তালিকায় তিনে ৭৫৪ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে দুর্দান্ত ব্যাটিং করা ফাইনালিস্ট ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট ক্যারিয়ার সেরা ৭৫০ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন চার নম্বরে। ৭৪১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। এছাড়া ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা আর আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ।

টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান এই তালিকায় রয়েছেন ১৫ নম্বরে। ডানহাতি এশিয়া কাপের সেরা এই ব্যাটসম্যানের অর্জন ৬৩২ পয়েন্ট।

বোলারদের ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন বিশ্ব শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বদ্রি। ক্যারিবীয়ান এ বোলার ৭৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে। তার পরেই রয়েছেন ৭৪০ পয়েন্ট অর্জন করা দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। তিন নম্বর থেকে ছয় নম্বরে রয়েছেন যথাক্রমে ভারতের রবিচন্দ্রন অশ্বিন, পাকিস্তানের শহীদ আফ্রিদি, প্রোটিয়াদের কাইল অ্যাবোট, নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে।

সাত নম্বরে রয়েছেন ক্যারিয়ার সেরা ৬৪৬ পয়েন্ট পাওয়া ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। আট নম্বরে অজি পেসার জেমস ফকনার, নয় নম্বরে আফগান মোহাম্মদ নবী আর দশ নম্বরে রয়েছেন ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজা।

বোলারদের ক্যাটাগরিতে টাইগারদের স্পিনার সাকিব আল হাসান রয়েছেন ১৫ নম্বরে। এছাড়া ১৭ নম্বরে আল আমিন হোসেন আর ১৯ নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান।

অলরাউন্ডার তালিকায় শীর্ষে অজি তারকা শেন ওয়াটসন। তারপরেই রয়েছেন সাকিব। ওয়াটসন ৩৭৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে আর সাকিবের পয়েন্ট ৩৪৬। তিন নম্বরে শহীদ আফ্রিদি, চার নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল আর পাঁচ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ০৪ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।