ঢাকা: চলতি বছর ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে মাঠ মাতাতে যাবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি ফরম্যাটের ন্যাটওয়েস্ট ব্ল্যাস্টে দলটির হয়ে বিদেশি ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজ ছাড়াও থাকছেন নিউজিল্যান্ডে ব্যাটসম্যান রস টেইলর।
মুস্তাফিজ সাসেক্সে কোচ হিসেবে পাচ্ছেন মার্ক ডেভিসকে। আর এ বছর ইংলিশ ক্রিকেটারদের মধ্যে যুক্ত হয়েছেন ড্যানি ব্রিগস।
চলতি মৌসুমে সাসেক্স থেকে বাদ পড়েছেন মাইকেল ইয়ার্ডি, স্টেফান পিওলেট, ক্রিস লিডেল, আজহার জাইদি, কালাম জ্যাকসন, ম্যাট হোবডেন ও জেমস এনিওন।
আর চুক্তিতে থাকা ২২ ক্রিকেটাররা হলেন, লুক রাইট, আজমল, বেন ব্রাউন, ক্রিস জর্ডান, ক্রিস ন্যাশ, ক্রেইগ চাচোপা, ড্যানি ব্রিগস, এড জয়েস, ফায়েন হাডসন-প্রিন্টিস, জর্জ গার্টন, হ্যারি ফিঞ্চ, লিউস হ্যাটচেট, লুক ওয়েলস, ম্যাট ম্যাচান, মুস্তাফিজুর রহমান, ওলিয়ে রবিনসন, ফিল সল্ট, রস টেইলর, স্টেভ ম্যাগোফিন, স্টুয়ার্ট হুইটিনগ্রাম, তামাল মিলস ও উইল বিয়ার।
মুস্তাফিজ বর্তমানে আইপিএল খেলতে ভারত সফর করছেন। চলতি মৌসুমে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটের মাধ্যমে বাঁহাতি এ বোলারের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়। পরে ভারতের বিপক্ষে সিমীত ওভারের সিরিজের বাজিমাত করলে নজরে আসেন তিনি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স করেন মুস্তাফিজ।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৬
এমএমএস