ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলের আট অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
আইপিএলের আট অধিনায়ক

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হয়ে গেল ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস ও রাইজিং পুনে সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে টুর্নামেন্টটির।

 

আইপিএলের এবারের আসরে থাকছে আটটি দল। এই আটটি দলে বিশ্বের প্রায় সেরা সব ক্রিকেটারই খেলবেন। যেখানে থাকছেন বাংলাদেশি দু’জন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মতাবেন কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান।

নিচে পাঠকদের জন্য দেওয়া হলো কোন দলের অধিনায়ক কে:

গৌতম গম্ভীর- ২০০৯ সাল থেকে কলকাতা নাইট রাইডার্স-এর অধিনায়ক গৌতম গম্ভীর। তার নেতৃত্বে দু’টো আইপিএল ট্রফি পকেটে পুড়েছে নাইটরা। এ বারও কলকাতা গৌতম গম্ভীরের নেতৃত্বে আর একটি ট্রফির আশায় বুক বাঁধছে।

ডেভিড ওয়ার্নার- সানরাইজ হায়দরাবাদের নেতৃত্বে ডেভিড ওয়ার্নার। গত বছর থেকেই এই দায়িত্ব সামলাচ্ছেন বাঁহাতি অজি ব্যাটসম্যান।

বিরাট কোহলি- রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্বে আছেন এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের ড্যশিং তারকা বিরাট কোহলি। তিনি ছাড়াও বেঙ্গালুরুর এই দলে আছেন ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স। এর পরেও বেঙ্গালুরুর সম্ভাবনা নিয়ে বোধহয় কোনও সংশয় থাকে না।

রোহিত শর্মা- টি-২০ বিশ্বকাপটা খুব একটা ভাল কাটেনি রোহিত শর্মার। যদিও তার নেতৃত্বেই দু’টো আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ানস, যার মধ্যে গত বারের আইপিএলও আছে।
তাই এ বারেও রোহিতের উপরই ভরসা করছেন মুম্বইয়ের সমর্থকরা।

জাহির খান- এ বছর দিল্লি ডেয়ার ডেভিলসের দায়িত্বে জাহির খান। প্রত্যেকবার দারুণ স্কোয়াড বানিয়েও আইপিএল-এ খারাপ খেলার একটা ‘ট্র্যাডিশন’ সেট করেছে দিল্লি ডেয়ার ডেভিলস।
সেই ট্র্যাডিশন ভাঙার লক্ষ্যে জাহিরের উপর বিপুল ভরসা করছে দলটির ভক্তরা।

ডেভিড মিলার- গত বছরের আইপিএলটা বেশ খারাপ কেটেছে কিংগস ইলেভেন পাঞ্জাবের।
এ বছর দলের অধিনায়ক দক্ষিণ আফ্রিকার বিগ হিটার ডেভিড মিলার। মিলার কি পারবেন কিংগস ইলেভনের ভাগ্য বদলাতে? উত্তরটা ওই ২২গজেই মিলবে।

সুরেশ রায়না- এ বারের আইপিএল-এর আরও একটি নতুন দল গুজরাট লায়ন্স। এই দলের দায়িত্বে সুরেশ রায়না। গত কয়েকটি সিরিজে রায়নার ব্যাট বেশ ব্যর্থ। নিজেকে নতুন করে প্রমাণ করার এর থেকে ভাল সুযোগ আর বোধহয় অধিনায়ক রায়না পাবেন না।

মহেন্দ্র সিংহ ধোনি- চেন্নাই সুপার কিংস আইপিএল থেকে বাতিল হওয়ায় আট বছর পর খানিকটা বাধ্য হয়েই সাম্রাজ্যের ঠিকানা বদলেছেন মাহি। এ বছর তিনি নতুন দল পুনে সুপার জায়ান্টসের দায়িত্বে, যার মালিক সঞ্জীব গোয়েঙ্কা।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।