ঢাকা: চলতি বছরের জানুয়ারি থেকে চোয়ালের ক্যান্সারে ভুগছিলেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার অরুন লাল। তবে ১৪ ঘণ্টার এক সার্জারির পর এখন তিনি সুস্থ।
ভারতীয় এক পত্রিকাকে অরুন জানান, ক্যান্সারটি ছিল খুবই ভয়ঙ্কর। তবে আমি খুব দ্রুতই সঠিক চিকিৎসা নিতে পেরেছি। আর ইশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে আবারও সুস্থ করে তুলছেন।
অরুন জাতীয় দলের হয়ে ১৯৮২ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে তার ছয়টি অর্ধশতক রয়েছে। তবে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। পরে ৪৫ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
ক্রিকেট থেকে অবসরের পর অরুন ধারাভাষ্যে মনোযোগী হন। আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও তিনি আইপিএল ও বিপিএলে ধারাভাষ্য দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৬
এমএমএস