ঢাকা: প্রিমিয়ার লিগের শিরোপা প্রত্যাশী দল আবাহনীর বিপক্ষে ২৮৮ রান চেজ করে ৪ উইকেটের জয় তুলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ জয়ে দারুণ অবদান শেখ জামালের ওপেনার মাহবুবুল করিমের।
এ ডানহাতি ব্যাটসম্যানের ১১০ বলে ১৫টি চার ও ৫টি ছক্কায় সাজানো ১৩০ রানের ইনিংসটিই শেখ জামালকে জয়ের পথে নিয়ে যায়। শেষ বলে যখন ৫ রান প্রয়োজন তখন আবার মুক্তার আলী ছক্কা মেরে দলকে জেতান। ম্যাচ জয়ে দারুণ অবদান দু’জনেরই।
তবে মাহবুবুলের ১৩০ রানের উজ্জ্বল ইনিংসটি স্বাভাবিকভাবেই অনেক এগিয়ে থাকবে। নিজের ইনিংসটির সঙ্গে মুক্তারের শেষ বলের ছক্কাটিকে সমান কার্যকরী বলে মানছেন মাহবুবুল, ‘সেঞ্চুরি বড় ব্যাপার না, দল জেতাই বড়। আমার কাছে দল আগে। কারণ সেঞ্চুরি করে দল জেতাতে না পারলে নিজের জন্য খারাপ লাগার বিষয়। মুক্তার এর আগে অনেক ম্যাচ জিতিয়েছে। সে বাংলাদেশ ক্রিকেটের ফিউচার। একজন ভালো অলরাউন্ডার। আমার সেঞ্চুরি যেমন মুক্তারের ছক্কাও তেমন। ’
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৬
এসকে/এমআর