ঢাকা: চলমান আইপিএলের ২৫তম ম্যাচে জয় পেয়েছে শীর্ষে থাকা নতুন দল গুজরাট লায়ন্স। বিগ স্কোরিং এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে ৭ ম্যাচে ৬টি জয় নিয়ে সর্বোচ্চ ১২ পয়েন্ট পাওয়া সুরেশ রায়নার গুজরাট।
পুনের হয়ে দুর্দান্ত শতক হাঁকিয়েও পরাজয়ের স্বাদ নিতে হলো অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথকে। ৭ ম্যাচে দুটি জয় পেলেও ধোনিবাহিনী পঞ্চম পরাজয় দেখলো। ইনজুরিতে ছিটকে পড়া কেভিন পিটারসেন আর ফাফ ডু প্লেসিসকে এ ম্যাচে পাননি ধোনি।
পুনের ঘরের মাঠ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে স্বাগতিকরা ৩ উইকেট হারিয়ে তোলে ১৯৫ রান। জবাবে, শেষ বলে জেতা ম্যাচে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গুজরাট।
আইপিএলের এই আসরে স্মিথের সেঞ্চুরিটি ছিল তৃতীয় শতক। এর আগে কুইন্টন ডি কক ও বিরাট কোহলি শতক হাঁকিয়েছেন। তিন নম্বরে ব্যাট করতে নামা স্মিথ ১০১ রান করে ইনিংসের শেষ ওভারে ডোয়াইন ব্রাভোর বলে বোল্ড হন। তার ৫৪ বলের ঝোড়ো ইনিংসে ছিল ৮টি চার আর ৫টি ছক্কার মার।
পুনের ওপেনার আজিঙ্কা রাহানে ৪৫ বলে ৫টি বাউন্ডারিতে করেন ৫৩ রান। স্মিথ-রাহানে জুটিতে আসে ১১১ রান। দলপতি ধোনিও ব্যাটে ঝড় তোলেন। ১৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন ধোনি।
গুজরাটের একমাত্র উইকেটটি পান ৪ ওভারে ৪০ রান খরচ করা ব্রাভো। বাকি দুই ব্যাটসম্যানই রান আউট হয়ে ফেরেন। প্রাভিন কুমার, কুলকার্নি, রবীন্দ্র জাদেজা, কৌশিক আর জেমস ফকনার কোনো উইকেটের দেখা পাননি।
১৯৬ রানের টার্গেটে গুজরাটের দুই ওপেনার ডোয়াইন স্মিথ আর ব্রেন্ডন ম্যাককালাম হাত খুলেই শুরু করেন। ৪৯ বলেই উদ্বোধনী জুটিতে তারা তুলে নেন ৯৩ রান। ইনিংসের নবম ওভারে আউট হন ম্যাককালাম। কিউই এই তারকা ২২ বলে ৫টি চার আর দুটি ছক্কায় করেন ৪৩ রান।
ব্যাটে ঝড় তোলা আরেক ওপেনার ডোয়াইন স্মিথ খেলেন ৬৩ রানের ইনিংস। ৩৭ বল মোকাবেলা করে এই ক্যারিবীয়ান ৯টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি হাঁকান। দিনেশ কার্তিক ২০ বলে চারটি চারের সাহায্যে ৩৩ রান করে বিদায় নেন।
শেষ দুই ওভারে গুজরাটের দরকার হয় ২০ রান। অশোক ডিন্ডার ১৯তম ওভারে ব্যক্তিগত ৭ রান করে বিদায় নেন ব্রাভো। রানের খাতা খোলার আগেই রান আউট হন জাদেজা। শেষ ওভারে আরও ৯ রানের প্রয়োজন হয় গুজরাটের। থিসারা পেরেরা করা সে ওভারের তৃতীয় বলে বোল্ড হন ২৮ বলে ৩৪ রান করা সুরেশ রায়না। পরের বলেই রান আউট হন ইশান কিষান। তবে, জন্মদিনের দিনটিকে স্মরণীয় করে রাখতে জেমস ফকনার (৫ বলে একটি চারের সাহায্যে অপরাজিত ৯ রান) উইনিং শটে দলকে শেষ বলে জয় পাইয়ে দেন।
পুনের হয়ে দুটি করে উইকেট নেন ডিন্ডা ও পেরেরা। একটি উইকেট পান রজত ভাটিয়া। তবে, উইকেটশূন্য ছিলেন অ্যালবি মরকেল, রবীচন্দ্রন অশ্বিন আর মুরুগান অশ্বিন।
বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৬
এমআর