ঢাকা: ১৯৭৫ ও ৭৯ প্রথম দুই বিশ্বকাপ জিতে নেয় ক্লাইভ লয়েডের অধীনে থাকা ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপর থেকে দলটির ভাঙা-গড়ার লড়াই শুরু হয়।
বিশ্বের সেরা সব বোলারদের ঘাম ঝরিয়ে ছাড়েন বাঁহাতি স্টাইলিশ এ ব্যাটসম্যান। তার সময়ের তারকা বোলারদের মধ্যে ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনকে তিনি দারুণ ভাবে মোকাবেলা করেছেন।
আজ (০২ মে) কিংবদন্তি এ তারকার জন্মদিন। ১৯৬৯ সালে ত্রিনিদাদে জন্ম নেওয়া ব্রায়ান চার্লস লারা সোমবার ৪৭ বছরে পা দিলেন। কীর্তিমান এ ক্যারিবীয়ান জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে দুটি ফরমেটেই ১০ হাজারের বেশি রান করেছেন।
নিচে পাঠকদের জন্য লারার কিছু তথ্য দেওয়া হলো:
# লারা ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৭৫ রানের ইনিংস খেলেছিলেন। তবে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেইডেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রান করে নতুন রেকর্ড গড়েন।
# ছয় মাস পরেই সর্বোচ্চ রানের রেকর্ড নিজের দখলে নেন লারা। পুরোনো প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষেই ৪০০ রানে অপরাজিত থাকেন তিনি।
# প্রথমশ্রেণির ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০১ রানের রেকর্ড ইনিংস খেলেছিলেন লারা।
# লারা টেস্টে ১১ হাজার ৯৫৩ রান করেছেন। যা টেস্টে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান।
# ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যুব চ্যাম্পিয়নশিপে ৪৯৮ রান করেছিলেন লারা।
# ওয়ানডেতে লারার সর্বোচ্চ স্কোর ১৬৯ রান। ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এমন দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।
# লারা একমাত্র ব্যাটসম্যান যার টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরি ও ক্যারিয়ারে দুটি ৪০০ রানের ইনিংস রয়েছে।
# লেগ স্পিন বল করে ওয়ানডেতে চারটি উইকেটও নিয়েছেন লারা।
# ২০০৭ সালে ঘরের মাঠের বিশ্বকাপে নিজের বিদায়ী ওয়ানডে ম্যাচে ১৮ রান করেন লারা।
# ক্রিকেট খেলার আগে অ্যাঙ্গোস্তুরা লিমিটেড নামে একটি কোম্পানিতে মার্কেটিংয়ের চাকুরি করতেন লারা।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০২ মে, ২০১৬
এমএমএস