ঢাকা: টপ লেভেলের চার ক্রিকেটারকে হারিয়ে বিপাকে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টস। আইপিএলের এই আসরে নতুন এই দলটি একে একে হারিয়েছে বিদেশি কোটায় থাকা চার ক্রিকেটারকে।
পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা পুনের পারফরমেন্সও হতাশাব্যঞ্জক। দলের বাজে সময়ে ইংলিশ তারকা কেভিন পিটারসেন ইনজুরিতে পড়ে ছিটকে পড়েছেন আসর থেকে। এরপর হাতের আঙ্গুল ভেঙে ছিটকে পড়েন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস।
দুই দিনের মাথায় পুনের দলটি থেকে ইনজুরি ছিটকে দেয় অস্ট্রেলিয়ার দলপতি স্টিভেন স্মিথ আর মিচেল মার্শকেও।
এরই মধ্যে অজি তারকা উসমান খাজার স্মরণাপন্ন হয়েছে পুনের দলটি। এবার দলে যোগ দিচ্ছেন আরেক অজি তারকা জর্জ বেইলি। পুনের প্রধান নির্বাহী রাঘু ইয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগেও আইপিএলের আসরে খেলেছেন বেইলি। এবারের নিলামে তার ভিত্তিমূল্য ছিল ভারতীয় রুপিতে ১ কোটি। তাকে দলে ভেড়ায়নি কোনো ফ্রাঞ্চাইজি। আগের মৌসুমে কিংস ইলিভেন পাঞ্জাবের হয়ে অধিনায়কত্ব করেন তিনি। তারও আগে খেলেছেন ধোনির সাবেক ক্লাব চেন্নাই সুপার কিংসের হয়ে। এবারে পুনেতে নাম লিখিয়ে আইপিএলের তৃতীয় কোনো দলে যোগ দিচ্ছেন বেইলি।
এ পর্যন্ত আইপিএলের ৩৪ ম্যাচ খেলেছেন বেইলি। যেখানে ১২৯.৮২ স্ট্রাইকরেটে, ২৫.১৭ গড়ে করেছেন ৫৭৯ রান।
বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, ০৩ মে ২০১৬
এমআর