ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে ও টি-২০ খেলতে জিম্বাবুয়ে যাবে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মে ৩, ২০১৬
ওয়ানডে ও টি-২০ খেলতে জিম্বাবুয়ে যাবে ভারত ছবি:সংগৃহীত

ঢাকা: সিমীত ওভারের সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে ভারত। হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলবে দু’দল।

১২ দিনের মধ্যে এই ছয়টি ম্যাচ শেষ হবে। ১১ জুন প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। আর ২২ জুন টি-২০’র মধ্যেদিয়ে শেষ হবে সফর।

এ ব্যাপারে জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানিজিং ডিরেক্টর উইলফ্রেড মুকোনদিওয়া বলেন, ‘বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সঙ্গে আলোচনা শেষে, আমরা ঘোষণা করছি জুনে স্বাগতিক দল হিসেবে ভারতকে আমন্ত্রণ জানাচ্ছি। ’

সর্বশেষ ২০১৫ সালের জুলাই জিম্বাবুয়ে সফর করেছিলো ভারত। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশ হয় জিম্বাবুয়ে। তবে দুই ম্যাচের টি-২০’র একটি জিতে ১-১ এ সমতা আনে হ্যামিল্টন মাসাকাদজারা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ০৩ মে, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।