ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিতুর অলরাউন্ড পারফর্মে আবাহনীর হার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, মে ৩, ২০১৬
রিতুর অলরাউন্ড পারফর্মে আবাহনীর হার

ঢাকা: বিকেএসপির চার নম্বর মাঠে চলমান নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে খেলাঘর সমাজ কল্যান সংস্থা। আবাহনী লিমিটেডকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

 

আগে ব্যাট করে জাহানারা আলমের আবাহনী ৩২.২ ওভারে ১৫৫ রান সংগ্রহ করে। জবাবে, ৪৬ বল হাতে রেখে আর
৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে খেলাঘর।

আবাহনীর হয়ে ছয় নম্বরে ব্যাট হাতে নামা দলপতি জাহানারা ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটার দলের ইনিংস লম্বা করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে আটে নামা সুমনা আক্তারের ব্যাট থেকে। আবাহনীর শেষের চার ব্যাটার ফেরেন রান আউটের ফাঁদে পড়ে।

খেলাঘরের হয়ে ৭ ওভারে ১৩ রান দিয়ে দুটি উইকেট নেন শাহনাজ পারভিন। আর ২০ রান খরচায় আরও দুটি উইকেট দখল করেন রিতু মনি। একটি করে উইকেট নেন পান্না ও ফাহিমা।

১১৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার শাহনাজ করেছেন ২৫ রান। তিনে নামা রিতুর ব্যাট থেকে আসে ৩৯ রান। ফাহিমা খাতুন করেন ১৬ রান।

আবাহনীর হয়ে সুবর্ণা ইসলাম ও বৃষ্টি রায় নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান জাহানারা ও রুপা।

ম্যাচ সেরার পুরস্কার উঠে অলরাউন্ড পারফর্ম করা রিতু মনির হাতে।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, ০৩ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।