ঢাকা: খ্যাতির বিড়ম্বনায় টাইগার পেসার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান! সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রুবেলের নামে ‘ফেক আইডি’ খুলে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছেন এই পেসার।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রুবেল জানিয়েছেন, চমক জাগানো পেসার মুস্তাফিজুর রহমান এবং তার নামে কেউ মিথ্যে আইডি খুলে যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছে।
মঙ্গলবার (০৩ মে) রুবেল তার ফেসবুক পেজের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিয়ে জানান, ‘একটা বিষয় সবার কাছে পরিষ্কার করতে চাচ্ছি, টুইটারে আমার কোনো অ্যাকাউন্ট নেই। সম্প্রতি আমার নজড়ে এসেছে টুইটারে আমার নামে একটি অ্যাকাউন্ট থেকে নিয়মিত টুইট করা হচ্ছে এবং বলা হচ্ছে যে সেটি আমার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। অনেকেই তাতে বিভ্রান্ত হচ্ছেন। ’
তিনি আরও জানান, ‘অনেকের বিভ্রান্ত হওয়ার কারণ, যে অ্যাকাউন্ট থেকে আমার টুইটার খোলার কথা বলা হচ্ছে, সেটি আবার মুস্তাফিজের ভেরিফাইড অ্যাকাউন্ট (কোনো না কোনো ভাবে সেটি ভেরিফাইড হয়েছে)। আসলে মুস্তাফিজের নামেও একটি মিথ্যে আইডি খোলা হয়েছে। ’
এমন প্রতারণার ফাঁদে পা না রাখতে রুবেল জানান, ‘সবার কাছে অনুরোধ করছি আপনারা বিভ্রান্ত হবেন না। আমি যদি ভবিষ্যতে কখনো টুইটার অ্যাকাউন্ট খুলি, তবে অবশ্যই সকলকে জানাবো। ’
বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, ০৪ মে ২০১৬
এমআর