ঢাকা: প্রিমিয়ার লিগের শুরুটা দারুণ হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। প্রথম দুই ম্যাচে দাপুটে জয় তুলে শিরোপা জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছিল তারা।
বুধবার (০৪ মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এবার প্রাইম ব্যাংকের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে হারতে হলো ১১৩ রানের বড় ব্যবধানে।
সাব্বির রহমানের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের দেয়া ৩১৯ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে দেয়া ৪৬.২ ওভারে ২০৫ রানে গুটিয়ে যায় শেখ জামাল।
নাজমুস সাদাত করেন সর্বোচ্চ ৭৬ রান। মুক্তার আলী ৪০ ও মাহমুদউল্লাহ ব্যাট থেকে আসে ৩৭।
নাজমুল ইসলাম অপু ও রায়হান উদ্দিন নিয়েছেন তিনটি করে উইকটে। সাব্বির রহমান দু’টি ও রুবেল হোসেন নেন এক উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় প্রাইম ব্যাংক। ওপেনিং জুটিতে শানাজ আহমেদ ও মেহেদী মারুফ বড় সংগ্রহের ভিত গড়ে দেন ১২.২ ওভারে ৭৯ রান তুলে। মারুফ ৩৫ রান করে নাজমুস শাদাতের বলে আউট হন। শানাজ ৬৬ রান করে দলীয় ১৪০ রানে লঙ্কান লেগস্পিনার জীবন মেন্ডিসের শিকার হন। এর পর সাব্বির রহমান ও নুরুল হাসান সোহানের ১৩৩ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে যায় প্রাইম ব্যাংক।
৯৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ১০০ রান করে থামেন সাব্বির। ৬৭ বলে ৬৩ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহ রিয়াদের শিকার হন নুরুল। শেষদিকে শুভাগত হোমের ৮ বলে ১৯ ও ইয়াসির আলীর ৫ বলে ১১ রানের ইনিংসে লিগের সর্বোচ্চ স্কোরের (৩১৮/৯) দেখা পায় প্রাইম ব্যাংক।
মাহমুদউল্লাহ একাই তুলে নেন ৫ উইকেট। শফিউল ইসলাম দু’টি, জীবন মেন্ডিস ও নাজমুস সাদাত একটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এসকে/এমআরএম
** মিরপুরে সাব্বিরের সেঞ্চুরি