ঢাকা: আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচার। সাকিব আল হাসানদের দলে তাকে দেখা যাবে উইকেটরক্ষক পরামর্শক হিসেবে।
সাবেক এই প্রোটিয়া কলকাতার দলে কাজ করবেন তার এক সময়ের সতীর্থ জ্যাক ক্যালিসের সঙ্গে। ক্যালিস বর্তমানে কলকাতার প্রধান কোচ হিসেবে কাজ করছেন। এছাড়া পাকিস্তানের ওয়াসিম আকরাম, অস্ট্রেলিয়ার সিমন ক্যাটিচকেও কোচিং স্টাফে পাচ্ছেন বাউচার।
বাউচার মূলত কলকাতার উইকেটরক্ষক রবিন উথাপ্পাকে নিয়েই কাজ করবেন। এছাড়া দলে রিজার্ভ উইকেটরক্ষক হিসেবে রয়েছেন শেলডন জ্যাকসন। কলকাতার একাদশে সুযোগ নিয়ে এখনও মাঠে নামা হয়নি জ্যাকসনের।
৩৯ বছর বয়সী বাউচার ২০১২ সালে ইংল্যান্ড সফরের একটি প্রস্তুতি ম্যাচে চোখে আঘাত পান। এরপর তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। ক্যারিয়ারে ৯৯৮ টি ডিসমিসাল করেন বাউচার। টেস্টে ৫৫৫টি ডিসমিসালের মালিক এই প্রোটিয়া উইকেটরক্ষকের ধারেকাছেও কেউ নেই।
এর আগেও আইপিএলের মঞ্চে দেখা গিয়েছিল বাউচারকে। তবে, ক্রিকেটার হিসেবে। ২০০৯ সালের আইপিএলের মঞ্চে খেলোয়াড় হিসেবে বাউচার খেলেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ২০১১ সালে তিনি কলকাতার হয়ে খেলেছেন। প্রোটিয়াদের হয়ে ২৫টি টি-টোয়েন্টি খেলা এই সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ১৪৭টি টেস্ট আর ২৯৫টি ওয়ানডে খেলেছেন।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ০৫ মে ২০১৬
এমআর