ঢাকা: কাগজে-কলমে খুব শক্তিশালী দল নয় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তবে আবাহনী-মোহামেডানের মতো দলকে টপকে চার রাউন্ড শেষে তারাই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে।
শুক্রবার (০৬ মে) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নাসির হোসেন। তিনি জানান, রহস্য তেমন কিছু নেই। আমার মনে হয়, আমরা দলগতভাবে ভালো খেলছি। আমাদের দলে কেউ ম্যাচ একা জেতাচ্ছে না। কোনো না কোনোভাবে সবাই সব দিক থেকেই সহয়তা করছে। এটা আমাদের দলের জন্য খুব ভালো দিক। দলের টিম স্পিরিট ভালো বলেই হয়তো ম্যাচ জিতে যাচ্ছি।
দলের সাফল্যে ব্যাট-বলে অবদান রাখছেন নাসির হোসেন। প্রিমিয়ার লিগে ব্যাট হাতে প্রথমবার নেমেই কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে খেলেন ৭৫ বলে ৯৭ রানের ইনিংস। আর সর্বশেষ ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে অপরাজিত ৪৮ রান করে ফিনিশারের ভূমিকা পালন করেন এ ব্যাটসম্যান।
সে ম্যাচে বল হাতেও নাসির নেন দুটি উইকেট। বল হাতে চার ম্যাচে নিয়েছেন চার উইকেট। চার ম্যাচে দুই ইনিংসের দুটিতেই ব্যাট হাতে জ্বলে ওঠেন নাসির। পুরো লিগে এভাবেই খেলে যেতে চান এই ক্রিকেটার, ‘আমি এভাবেই খেলে যেতে চাই। সবচেয়ে বড় কথা, যে পারফরম্যান্সই করি না কেন দলকে সাহায্য করতে পারলে খুব ভালো লাগে। যেখানেই খেলি না কেন পারফর্ম করার জন্যই খেলি। ’
প্রিমিয়ার লিগের পারফরম্যান্স আত্মবিশ্বাসও যোগাচ্ছে নাসির হোসেনকে, ‘অবশ্যই ভালো লাগছে, নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। সবচেয়ে বড় কথা ভালো খেলার জন্য যা যা করার দরকার করছি, কঠোর পরিশ্রম করছি। আমার কোচিং-স্টাফ আমাকে সাহায্য করছে। ইনশাল্লাহ, এই ফর্মটা ধরে রাখার চেষ্টা করবো। ’
এবারের প্রিমিয়ার লিগে তরুণ ক্রিকেটারদের আধিক্য বেশি। অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন খেলছেন বিভিন্ন দলে। তাদের পারফরম্যান্স ভালোভাবেই চোখে পড়ছে নাসিরের। ব্যাপারটাকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন এ ক্রিকেটার, ‘এখানে অনূর্ধ্ব-১৯ দলের অনেক খেলোয়াড় আছে, এছাড়া অনেক তরুণ খেলোয়াড় আছে। তারা সবাই এ আসরে ভালো খেলছে। আগে বিদেশিদের উপর দল নির্ভরশীল ছিল। এখন সে জিনিসটি নাই। আমাদের লোকাল খেলোয়াড়রাই ম্যাচ জিতিয়ে দিচ্ছে। পাঁচ উইকেট নিচ্ছে, সেঞ্চুরি করছে। আর এতে আমাদের নিজেদের মধ্যে অনেক প্রতিযোগিতা বেড়েছে। এটা অনেক ভালো দিক। সবাই ভালো খেলার জন্য চেষ্টা করছে। ’
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ০৬ মে ২০১৬
এসকে/এমআর