ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনি-কোহলিদের বোর্ড ছেড়ে দিলেন মনোহর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ১০, ২০১৬
ধোনি-কোহলিদের বোর্ড ছেড়ে দিলেন মনোহর ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদ থেকে সড়ে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর। লোধা কমিশন আর ভারতীয় ক্রিকেট বোর্ডের মাঝে যে টানাপোড়েন শুরু হয়েছে, তাতে অনেকটা অভিমান থেকেই পদ ছেড়ে দিলেন মনোহর।

 

বোর্ড প্রেসিডেন্ট থেকে মনোহর সড়ে দাঁড়ালেও আইসিসির স্বাধীন নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ক্ষমতা নেওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন।

অনেক সমালোচনা ও কেলেঙ্কারির পর শ্রীনিবাসন যুগ শেষে গত বছরের অক্টোবরে বিসিসিআই'র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আইনজীবী শশাঙ্ক মনোহর।

নভেম্বরে পদাধিকার বলে আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন মনোহর। তার ঘনিষ্ঠমহল থেকে জানা যায়, সুপ্রিম কোর্টে বোর্ডের ভাবমূর্তি দিনের পর দিন নষ্ট হওয়ার যে প্রবনতা দেখা দিয়েছে তাতে বেশ বিরক্ত ছিলেন মনোহর। তাই বোর্ড প্রেসিডেন্টের চেয়ার আর ধরে রাখতে চাইছেন না মনোহর।

সাম্প্রতিককালে দ্বিতীয় দ্রুততম সময়ে পদত্যাগকারী বিসিসিআই'র প্রেসিডেন্ট হিসেবে নাম লেখালেন মনোহর। এর আগে জগমোহন ডালমিয়া মৃত্যুর আগে মাত্র ৬ মাস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন। এদিকে, আইসিসির স্বাধীন নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ক্ষমতা পেলে মনোহর ২০২১ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

সভাপতির দায়িত্ব নিয়ে মনোহর ভারতীয় বোর্ডে স্বচ্ছ্বতা আনতে চেয়েছিলেন। তবে, তার প্রতি নাখোশ ছিল লোধা কমিশন। অনেকবারই তাকে বিভিন্ন কারণে আদালতে যেতে হয়েছে, হেনস্তা করা হয়েছে। আর এমন বাজে ইস্যুর কারণে তিনি আর বিসিসিআইয়ের সভাপতি পদে থাকতে চাননি। যদিও শ্রীনিবাসন একক ক্ষমতা বলে তার সময়ে একাধিক পদে থেকেছেন।

জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর দায়িত্ব বুঝে নিয়ে বিশ্বক্রিকেটে আশার আলো দেখান মনোহর। তিন মোড়ল খ্যাত ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আধিপত্য সমর্থন করেননি তিনি। চেয়েছিলেন ‘এক পদ নীতি’তে থাকতে।

মনোহরের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে ভারতের ক্রিকেট বোর্ড। বোর্ডের হাল কে ধরবেন এ নিয়েই তারা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ১০ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।