ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অতৃপ্ত শামসুর রহমান শুভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মে ১০, ২০১৬
অতৃপ্ত শামসুর রহমান শুভ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসরে বেশ ধারাবাহিকভাবেই পারফর্ম করে যাচ্ছেন জাতীয় দলের গাজী গ্রুপ ক্রিকেটার্স ওপেনার শামসুর রহমান শুভ। গেল ২২ এপ্রিল মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে ব্যাট হাতে ৫৬ রানের পর ২৮ এপ্রিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ড অব রুপগঞ্জের বিপক্ষে থলিতে পুড়েছেন ৬৯ রান।

দুই ম্যাচের এমন রানের পর এবার পঞ্চম রাউন্ডে এসে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে তুলে নিয়েছেন ৭৫ রানের আরেকটি সমৃদ্ধ সংগ্রহ। তার এই সংগ্রহের ফলে গাজী গ্রুপ যেমন জয় পেয়েছে তেমনি তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। সঙ্গত কারণেই বেশ আপ্লুত এই ডানহাতি মারকুটে ব্যাটসম্যান। আর এমন পারফরম্যান্স আসছে ম্যাচগুলোতে ধরে রাখতে পারলে তার দল গাজী গ্রুপ ক্রিকেটার্স টুর্নামেন্টের সুপার লিগে সহজেই খেলতে পারবে বলে বিশ্বাস করেন শুভ।
    
মঙ্গলবার (১০ মে) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে নিজের পারফরম্যান্সের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, ‘রানের মধ্যেই আমি আছি। সুপার লিগ পর্বের খেলা এখনও লম্বা সময় বাকি। আমরা যদি পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিকভাবে ভাল খেলতে পারি তাহলে আমার মনে হয় গাজী গ্রুপের মত বড় দলের হয়ে সুপার লিগ পর্বে আমরা খেলতে পারবো। ’

কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে এদিন ব্যাট হাতে বেশ ভালই জ্বলে উঠেছিলেন শুভ। প্রতিপক্ষের প্রতিটি বলই মোকাবেলা করছিলেন বেশ শক্ত হাতে। তবে ৩১তম ওভারে মাশরাফির বলে     শরিফুল্লার হাত ক্যাচ তুলে না দিলে কাঙ্ক্ষিত সেঞ্চুরিটি এই ম্যাচেই পেতে পারতেন বলে মনে করেন এ ডানহাতি হার্ডহিটার। ‘আমি বলবো যে খুবই বাজে একটি শট খেলে আউট হয়েছি। সামনে সুযোগ পেলে এটাকেই সেঞ্চুরিতে পরিণত করতে চেষ্টা করবো। ’

শুভ আরও বলেন, ‘একটা ব্যাটসম্যানের সব সময় উদ্দেশ্য থাকে টুর্নামেন্টে সেরা চার থেকে পাঁচ জনের মধ্যে থাকা। পুরো মৌসুমের জন্য এটি একজন ব্যাটসম্যানের জন্য অনেক বড় একটি অর্জন। বিপিএল ও এই একটি টুর্নামেন্ট যার জন্য নির্বাচক ও ম্যাচ অফিসিয়ালরা আমাদের দিকে তাকিয়ে থাকেন। আমার কী করা উচিত সেই বিষয়টি নিয়ে আমি নিজেই একটি পরিকল্পনা করে রেখেছি। আমি রানে আছি রানের জন্যেই খেলছি। ’

তবে আরও একটু শ্রম দিলে তার পক্ষে আরও ভাল কিছু করা সম্ভব বলেও বিশ্বাস করেন শুভ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ১০ মে, ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।