ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাম্পা তাণ্ডবের পরও রুদ্ধশ্বাস ম্যাচে মুস্তাফিজদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, মে ১১, ২০১৬
জাম্পা তাণ্ডবের পরও রুদ্ধশ্বাস ম্যাচে মুস্তাফিজদের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএলের ৪০তম ম্যাচে জয় পেয়েছে টাইগার পেসার মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। উত্তেজনায় ভরপুর ম্যাচে মহেন্দ্র সিং ধোনির পুনে সুপারজায়ান্টসকে ৪ রানে হারিয়েছে ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ।

এ জয়ের ফলে আবারো শীর্ষস্থান ফিরে পেয়েছে মুস্তাফিজরা।

 

অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পার ঘূর্ণিজাদুতে হায়দ্রাবাদ ৮ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৩৭ রান। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারানো পুনের ইনিংস থামে ১৩৩ রানে।

জাম্পা ৪ ওভারে ১৯ রান খরচ করে তুলে নেন ৬টি উইকেট।

আগে ব্যাট করা হায়দ্রাবাদের ওপেনার ডেভিড ওয়ার্নার ১১ রান করে বিদায় নিলেও ৩৩ রান করেন আরেক ওপেনার শিখর ধাওয়ান। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩২ রান করেন কেন উইলিয়ামসন। এছাড়া যুবরাজ সিং ২৩, হেনরিকস ১০ আর দীপক হুদা ১৪ রান করেন।

১৩৮ রানের সহজ টার্গেটে জয়ের পথেই এগুচ্ছিল পুনে। তবে, হায়দ্রাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত আর পেরে উঠেনি ধোনি বাহিনী। ওপেনার আজিঙ্কা রাহানে রানের খাতা খোলার আগেই বিদায় নেন। আরেক ওপেনার উসমান খাজা ১১ রান করে সাজঘরে ফেরেন।

তিন নম্বরে নামা জর্জ বেইলি ৪০ বলে করেন ৩৪ রান। রবীচন্দ্রন অশ্বিন চার নম্বরে ব্যাট হাতে নেমে করেন ২৯ রান। সৌরভ তিওয়ারি ৯ রান করে বিদায় নেন। তবে, ইনিংসের শেষ ওভারে রান আউট হওয়ার আগে ২০ বলে একটি চার আর দুটি ছক্কায় ৩০ রান আসে ধোনির ব্যাট থেকে। থিসারা পেরেরা ১৩ বলে ১৭ রান করেন।

শেষ ওভারে পুনের জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। উইকেটে ছিলেন সেট ব্যাটসম্যান ধোনি-পেরেরা। আশিষ নেহারার প্রথম বলে পেরেরা এক রান নেন। দ্বিতীয় বলেও সিঙ্গেল আসে। তবে, তৃতীয় বলে পেরেরা আউট হলে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা হায়দ্রাবাদের দিকেই চলে আসে। চতুর্থ বলে ধোনি ছক্কা হাঁকালে আবারো ম্যাচের দিক পাল্টে যায়। পঞ্চম বলে ডাবল নিতে গিয়ে রান আউট হন ধোনি। আবারো ম্যাচ চলে যায় হায়দ্রাবাদের মুঠোয়। শেষ বলে জাম্পা উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

টাইগার পেসার মুস্তাফিজ এ ম্যাচে কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৬ রান খরচ করেছেন। তার বলে একটি মাত্র বাউন্ডারির দেখা পায় পুনের ব্যাটসম্যানরা, সেটিও আবার মিস-ফিল্ডিংয়ের সুবাদে।

৪ ওভারে আশিষ নেহারা ২৯ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন। ভুবনেশ্বর কুমার ৪ ওভার বল করে একটি উইকেট পেতে খরচ করেন ২০ রান। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জাম্পা।

এ ম্যাচে জয়ের ফলে আরেকবার শীর্ষস্থান ফিরে পেল হায়দ্রাবাদ। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়েছে সাত ম্যাচ জেতা মুস্তাফিজরা। গুজরাট লায়ন্স ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে। আর ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সাকিব আল হাসানের কলকাতা।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ১১ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।