ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাবেক ইংলিশ পেসার ওয়ার আর নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মে ১১, ২০১৬
সাবেক ইংলিশ পেসার ওয়ার আর নেই ছবি: সংগৃহীত

ঢাকা: কাউন্টি ক্রিকেট ক্লাব মিডলসেক্স ও ইংল্যান্ডের সাবেক পেসার জন ওয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

খেলোয়াড়ী জীবন শেষে ক্রিকেট লেখকের পাশাপাশি এমসিসি (মেরিলবোন ক্রিকেট ক্লাব) প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন ওয়ার।

‍ইংল্যান্ডের হয়ে মাত্র দু’টি টেস্ট খেলেছিলেন ওয়ার। ১৯৫০-৫১ সালে অস্ট্রেলিয়া সফরে অ্যাশেজ সিরিজের পর তাকে আর ইংলিশ টিমে দেখা যায়নি। অজিদের বিপক্ষে দুই ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছিলেন প্রয়াত এ ডানহাতি পেসার।

সংক্ষিপ্ত আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে কাউন্টি ক্রিকেট চালিয়ে চান ওয়ার। মিডলসেক্সের হয়ে ১৯৫৬ মৌসুমে ১১৬টি উইকেট লাভ করেছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৩৪৪ ম্যাচে ৯৫৬। বোলিং গড় ২২.৭৯ আর ইকোনোমি রেট ২.৪৬। দুই মৌসুমে তিনি মিডলসেক্সের অধিনায়ক ছিলেন।

ওয়ার ব্রিটিশ দৈনিক ‘সানডে টেলিগ্রাফ’র ক্রিকেট লেখকের ভূমিকাতেও ছিলেন। এরপর ১৯৮৭-৮৮ সালে এমসিসির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে আজীবন সাম্মানিক ভাইস প্রেসিডেন্ট করা হয়।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মে ১১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।