ঢাকা: ‘কোনো ভারতীয় টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদে উপযুক্ত নয়’-এমন বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও দলপতি মোহাম্মদ আজহার উদ্দিন। তবে, সাবেক এই দলপতি নিশ্চিত বিদেশি কোনো কোচকেই দেশটির ক্রিকেট বোর্ড নিয়োগ দিতে যাচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার ডিরেক্টরের পদ থেকে মেয়াদ শেষ হয় রবি শাস্ত্রীর। তারপর থেকেই ভারতের কোচ হওয়ার জন্য ইচ্ছে পোষণ করতে থাকেন বেশ কিছু হাই-প্রোফাইলের বিদেশি কোচ।
শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে দেশি কোচদের মধ্যে এগিয়ে রয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান ও ভারতের সাবেক দলপতি রাহুল দ্রাবিড়। দেশটির ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচিং দায়িত্ব পালন করছেন দ্রাবিড়। এছাড়া চলমান আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের কোচ হিসেবেও কাজ করছেন তিনি। তাই আপাতত তাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
কোচ প্রসঙ্গে আজহার জানান, বর্তমানে যে কোনো খেলাতেই বিদেশি কোচ নেওয়ার প্রবনতা থাকে। আমি নিশ্চিত ভারতীয় ক্রিকেটেও কোনো না কোনো বিদেশি প্রধান কোচের দায়িত্ব নেবে৷ ভারতীয় সাবেকরা এই সুযোগ পাবে বলে মনে হয় না৷ মনে হচ্ছে দেশের কোচ হতে ভারতীয় সাবেকরা উপযুক্ত নন। ’
আজহার আরও যোগ করেন, দ্রাবিড়কে ভারতের কোচের পদে সুযোগ দেওয়া দরকার। ভারতীয়দের মধ্যে আর কাউকেই দেখি না যারা এই পদে যোগ্যতার সঙ্গে কাজ করতে পারবেন।
সম্প্রতি ভারতীয় কোচের জন্য নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরির নাম প্রস্তাব করেছেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। এ প্রসঙ্গে আজহার জানান, ‘যদি ভারতের টেস্ট অধিনায়ক কোহলি কোচ হিসেবে ভেট্টোরিকে চায়, তা হলে এ ব্যাপারে আমি একমত। কারণ ভবিষ্যতে কোহলিই তিন ফরমেটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবে। আশা করি আমার সঙ্গে সবাই একমত হবেন। ’
ধোনি-কোহলিদের কোচ হতে ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন, টাইগারদের অস্ট্রেলিয়ান সাবেক কোচ স্টুয়ার্ট ল, নিউজিল্যান্ডের সাবেক দলপতি স্টিফেন ফ্লেমিংরা।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৩ মে ২০১৬
এমআর