ঢাকা: চলমান আইপিএলের আসরে ব্যাটিং ব্যর্থতা ঝেড়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রানে ফিরেছেন। কলকাতার হয়ে খেলা বাংলাদেশি এই তারকা জানালেন, রানে ফিরতে আর আত্মবিশ্বাসী করে তুলতে ক্লাবের কোচ সাইমন ক্যাটিচ কিংবা জ্যাক ক্যালিসের থেকেও তাকে বেশি সাহায্য করেছেন বাংলাদেশের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
আইপিএলের আসরে নিজের প্রথম তিন ম্যাচে সাকিব মাত্র ২০ রান করেছিলেন। নিজেকে হারিয়ে খোঁজা বিশ্বসেরা এই অলরাউন্ডার পরে ভারত থেকে দুই দিনের ছুটিতে ঢাকায় উড়ে আসেন।
ঢাকায় নেমে শৈশবের কোচ সালাউদ্দিনের সঙ্গে সময় কাটান। এ সময় তিনি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে সালাউদ্দিনের কাছে ব্যাটিং টিপস নেন। সংক্ষিপ্ত অনুশীলন শেষে আবারো কলকাতায় উড়ে যান সাকিব। আর ফিরেই আইপিএলের ক্যারিয়ারে নিজের সেরা ব্যাটিংটি করেন। সাকিবের দল কলকাতা না জিতলেও গুজরাট লায়ন্সের বিপক্ষে সে ম্যাচে তিনি করেন ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান।
কলকাতার হাই প্রোফাইল কোচিং স্টাফে রয়েছেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিস, অজিদের সাইমন ক্যাটিচ, পাকিস্তানের ওয়াসিম আকরামরা। কিন্তু, সাকিব কেন কলকাতার কোচিং স্টাফের শরণাপন্ন না হয়ে ঢাকায় এসে ব্যাটিং অনুশীলন করলেন? আইপিএলের মাঝপথে এসে দেশের কোচের থেকে টিপস নেওয়া কতটা জরুরি ছিল, যেখানে কলকাতার দলেই রয়েছেন হাই প্রোফাইল কোচরা? এমন প্রশ্নের সম্মুখিন হতে হয় টাইগার অলরাউন্ডারকে।
ভারতের স্থানীয় একটি পত্রিকা সাকিবকে এ প্রশ্ন করলে তিনি উত্তরে জানান, ‘সত্যি বলতে এ রকম কিছুই না। আমার বিশ্বাস ছিল ঢাকা থেকে কিছুদিন বেড়িয়ে এলে আমার হারানো আত্মবিশ্বাস বাড়বে। নিজের বাসায় কিছু সময় কাটানোও আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সংক্ষিপ্ত সফরে একসঙ্গে দুটো কাজই হয়েছে। ’
ছোটবেলার কোচ সালাউদ্দিন প্রসঙ্গে সাকিব জানান, ‘গুরুত্বপূর্ণ ছিল আমি মানসিকভাবে কতটা শক্ত হতে পারি। একই সঙ্গে আমার কিছু টেকনিক্যাল ইস্যু ছিল যেগুলোর সমাধান দরকার ছিল। সত্যি বলতে এগুলোই ছিল প্রধান কাজ। আর যার সাথে আপনি এগুলো শেয়ার করে স্বাচ্ছন্দবোধ করবেন তার কাছেই যাওয়া উচিৎ। এটা কাজে লেগেছে। আগেও আমি তার সঙ্গে সময় কাটিয়ে বাজে সময়গুলো কাটিয়ে উঠতে পেরেছি। ’
সাকিব আরও যোগ করেন, ‘তাই বলে এটা নয় যে কলকাতায় আমি স্বাচ্ছন্দবোধ করছি না। আপনারা বুঝবেন যে, শৈশবের শিক্ষকের কাছে যেটা শিখতে পারবেন সেটা অন্য কোথাও শিখতে পারবেন না। আমার শৈশব থেকেই বলতে গেলে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট ক্যারিয়ার থেকেই সালাউদ্দিন স্যার আমাকে ভালো করে জানেন ও বোঝেন। তার সঙ্গে আমার ছোটবেলা থেকেই ভালো বোঝাপড়া। আমি জানি আমার সমস্যাগুলো সবথেকে ভালো বুঝবেন সালাউদ্দিন স্যার। আমার বিশ্বাস ছিল তিনিই পারবেন আমাকে সঠিক টিপসগুলো দিতে। ক্যালিস কিংবা ক্যাটিচ আমাকে ছোটবেলা থেকে জানেনা। তাই আমার সমস্যাগুলো নিয়ে তারা সঠিকভাবে কাজও করতে পারছিলেন না। ’
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ১৬ মে ২০১৬
এমআর