ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাহমুদুলের অলরাউন্ড পারফর্মে তামিমের আবাহনী হার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মে ১৬, ২০১৬
মাহমুদুলের অলরাউন্ড পারফর্মে তামিমের আবাহনী হার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: কাগজ-কলমের হিসেবে দুই দলের শক্তির ব্যবধানে পার্থক্য অনেক। মাঠের খেলায় সেই হিসেবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবাহনীর বিপক্ষে ৩ উইকেটের দারুণ এক জয় তুলে নিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি।

লিগে নিজেদের সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল দলটি। টানা তিন হারে সুপার লিগে ওঠার সমীকরণ আরও কঠিন হলো তারকা সমৃদ্ধ আবাহনীর।

সোমবার (১৬ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমির দলপতি মাহমুদুল হাসানের ১০৬ রানের ইনিংসের কাছেই হারতে হয় আবাহনীকে। তামিম ইকবালের আবাহনীর করা ২৮২ রানের সংগ্রহ মাহমুদুলের ব্যাটিংয়ের কাছে যথেষ্ট ছিল না। ১১১ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ১০৬ রান করে জয়ের খুব কাছে গিয়ে সাকলাইন সজীবের বলে এলবিডব্লুউ হন এ ডানহাতি ব্যাটসম্যান।

শেষ অবধি ৪৬.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানের লক্ষ্যে পৌঁছে জয়ের উল্লাসে মাতে কলাবাগান ক্রিকেট একাডেমি।
মাহমুদুল ছাড়াও এ জয়ে ব্যাট হাতে অবদান রাখেন জতিন সাক্সেনা (৪৩) ও তাপস ঘোষ (৪৭)। নুরুজ্জামান ১৭ ও বিশ্বনাথ হালদার ১৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

আবাহনীর হয়ে আবুল হাসান রাজু সর্বোচ্চ তিনটি উইকেট নেন। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, জুবায়ের হোসেন লিখন ও সাকলাইন সজীব।
 
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলগত নৈপুণ্যে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় আবাহনী। সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার অভিষেক মিত্র। তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৪৮ রান। এ দুই ব্যাটসম্যান ওপেনিং জুটিতে যোগ করেন ৮৮ রান।

মিডলঅর্ডারে ভারতীয় ব্যাটসম্যান মনোজ তিওয়ারি ৪০, মোসাদ্দেক হোসেন সৈকত ৪২ ও নাজমুল হোসেন শান্ত ৩৭ রান যোগ করলে লড়াইয়ের সংগ্রহ পায় আবাহনী।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও এ ম্যাচে অবদান রাখেন মাহমুদুল হাসান। সর্বোচ্চ তিনটি উইকেট নেন এ অফস্পিনার। দুটি উইকেট নিয়েছেন ভারতীয় রিক্রুট জতিন সাক্সেনা। একটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও নূর হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১৬ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।