ঢাকা: চলতি আইপিএল আসরে সর্বশেষ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে ইনজুরিতে পড়ে ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। আর আগামী মাসে অজিদের ওয়েস্ট ইন্ডিজ সফরের লক্ষ্যে নিজেকে প্রস্তুত করতে দেশে ফেরত যাচ্ছেন এই অলরাউন্ডার।
কিংস ইলেভেনের হয়ে খেলা ম্যাক্সওয়েল সাইড স্ট্রেনে ভুগছেন। এর আগে আইপিএল থেকে স্বদেশি স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, শন মার্শ ও জন হ্যাস্টিং ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন।
এবারের আসরে খুব একটা ভালো কাটেনি ম্যাক্সওয়েলের। দুটি হাফ সেঞ্চুরি করেছেন। যেখানে তার সেরা স্কোর ৬৮। তবে এখন পর্যন্ত ১১ ম্যাচে তার ব্যাটিং গড় ছিলো ২০ এর নিচে। কিন্তু ১৯.৮৮ গড়ে ১৭৯ রান করলেও তার স্ট্রাইক রেট ছিলো ১৪৪.৩৫।
ম্যাক্সওয়েলের দল পাঞ্জাবের অবস্থাও করুণ। নিজেদের শেষ ১২ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছে দলটি। ফলে আসরে প্লে-অফে উঠতে ব্যর্থ তারা।
এদিকে রাইজি পুনে সুপারজায়ান্টসে খেলা স্মিথ ও মিচেল মার্শ আগেই দেশে চলে যাওয়ায় এখন তারা কিছুটা সুস্থ। আর জুনের ৩ থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রি-দেশিয় সিরিজে খেলার ব্যাপারেও তারা আশাবাদী।
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ১৭ মে, ২০১৬
এমএমএস