ঢাকা: পাকিস্তানের দ্বিতীয় হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাত নয়। এবার দেশটির ক্রিকেট বোর্ড পার্শবর্তী দেশ শ্রীলঙ্কাকে নিজেদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে।
ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ আমিরাতের মাটিতে খেলার সূচি ছিলো পাকিস্তানের। তবে সেখানে গিয়ে খেলতে প্রচুর খরচ হওয়ায় লঙ্কাকেই বেছে নিয়েছে পিসিবি।
এদিকে লঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহান ডি সিলভাও পাকিস্তানের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।
২০০৯ সালে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর দেশটিতে বড় কোন টেস্ট জাতী আর সফর করেনি। পরবর্তীতে আমিরাতকেই নিজেদের হোম ভেন্যু হিসেবে এতদিন খেলে আসছিলো দলটি। শুধুমাত্র জিম্বাবুয়ে ও আফগানিস্তান মাঝে পাকিস্তানে সফর করেছিলো।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ১৭ মে, ২০১৬
এমএমএস