ঢাকা: প্রথমবারের মতো ইংল্যান্ড নারী ক্রিকেট দলের বর্ষসেরার পুরস্কার পেলেন অ্যানা শারুবসোলে। চলতি বছর ইংলিশদের কঠিন সময় গেলেও দারুণ পারফরম্যান্স করেছেন ডানহাতি মিডিয়াম পেসার।
এদিকে সমর্থকদের ভোটে অবশ্য বর্ষসেরা হয়েছে সদ্য অবসরে যাওয়া শার্লট অ্যাডওয়ার্ডস।
২৪ বছর বয়সী শারুবসোলে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৩২টি উইকেট নিয়েছে। যেখানে নারী অ্যাশেজে তার ৬৩ রানে চার উইকেট ছিলো বেশ কার্যকরী। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে টি-টোয়েন্টিতে ১১ রানের বিনিময়ে নিয়েছিলেন চার উইকেট ও বেনোনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ছিলো চার উইকেট প্রাপ্তি।
প্রোটিয়াদের বিপক্ষে সে সময় তিনটি ওয়ানডেতে নিয়েছিলেন সাতটি উইকেট। আর ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপে পেয়েছিলেন পাঁচটি উইকেট।
এর আগে ২০০৮ সালে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হয়েছিলো শারুবসোলের। আর এখন পর্যন্ত ৩৪টি ওয়ানডে ৪৭টি টি-২০ ও চারটি টেস্ট খেলেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১৭ মে, ২০১৬
এমএমএস