ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইডেনের পিচ নিয়ে ক্ষুব্ধ সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মে ১৭, ২০১৬
ইডেনের পিচ নিয়ে ক্ষুব্ধ সাকিব ছবি: সংগৃহীত

ঢাকা: কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং আক্রমণ অনেকটাই স্লো বোলারদের ওপর নির্ভরশীল বলে দাবি সাকিব আল হাসানের। তবে হোম ভেন্যু ইডেন গার্ডেনসের পিচ থেকে সে অনুযায়ী যথেষ্ট সহায়তা পাওয়া যাচ্ছে না বলেই মনে করছেন টি-টোয়েন্টিতে বর্তমান বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার।

ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৮৩ রানের স্কোর গড়েও ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পেছনে এটিকেই বড় কারণ হিসেবে দেখছেন সাকিব, ‘আমি নিজের ব্যাপারে বলতে পারি এবং আমি বলবো হ্যাঁ, আমরা ওই সুবিধাটুকু (স্পিন সহায়ক উইকেট) পাইনি। ’

‘আমরা স্পিন বোলিং নির্ভরশীল টিম, তাই সব সময়ই ঘরের মাঠে এমন কিছু সহায়তার আশা রাখি। এখন পর্যন্ত আমরা তা পাইনি। এটা খেলোয়াড়দের জন্য হতাশাজনক। ’-যোগ করেন সাকিব।

এবারের আসরে হোম ভেন্যুতে ছয়টি ম্যাচের মধ্যে তিনটিতেই (মুম্বাই, গুজরাট, বেঙ্গালুরু) হার মানে কেকেআর। আগামী ২২ মে (রোববার) ইডেনে টুর্নামেন্টের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে সাকিবের কলকাতা।

পয়েন্ট টেবিলে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও এখনো প্লে-অফ নিশ্চিত নয় কলকাতার। নিজেদের শেষ দুই ম্যাচের (গুজরাট ও সানরাইজার্সের বিপক্ষে) ফলাফলের ওপরই দু’বারের চ্যাম্পিয়নদের প্লে-অফ ভাগ্য নির্ভর করছে। গতবার তাদের গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হয়েছিল।

আগামী বৃহস্পতিবার (১৯ মে) নিজেদের পরবর্তী ম্যাচে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে কেকেআর। খেলা ‍শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।