ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘ব্যাটম্যান-সুপারম্যান’ কোহলি-ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ১৭, ২০১৬
‘ব্যাটম্যান-সুপারম্যান’ কোহলি-ডি ভিলিয়ার্স ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতিপক্ষের বোলারদের সামনে মূর্তিমান আতঙ্কের নাম বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। বর্তমান ক্রিকেট বিশ্বের এ দুই ব্যাটিং জিনিয়াসকে কাল্পনিক সুপারহিরো ‘ব্যাটম্যান’ ও ‘সুপারহিরো’র সঙ্গে তুলনা করেছেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’ ক্রিস গেইল।

কোহলি-ডি ভিলিয়ার্স প্রসঙ্গে বলতে গিয়ে গেইলের অভিমত, ‘এ দু’জন (কোহলি ও ডি ভিলিয়ার্স) ব্যাটম্যান ও সুপারম্যানের মতো খেলছে। দু’জনই নিজেদের সেরা ফর্মে রয়েছে, বিশেষ করে কোহলি। আরসিবি’র (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) জন্য তারা অভূতপূর্ব অবদান রাখছে। ’

১২ ম্যাচে দু’জন মিলে ১৩৪৯ রানের মালিক কোহলি-ভিলিয়ার্স এক কথায় অপ্রতিরোধ্য। যা ১২ ম্যাচে বেঙ্গালুরুর মোট দলীয় রানের ৬০ শতাংশের চেয়েও বেশি।  দু’জনই রান স্কোরারের তালিকায় শীর্ষ দুইয়ে অবস্থান করছেন। তিন সেঞ্চুরি ও পাঁচ অর্ধশতকের সাহায্যে ৭৫২ রান কোহলির। যা এক আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সংগ্রহ। এক সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে কোহলির পরেই প্রোটিয়া তারকা ডি ভিলিয়ার্সের (৫৯৭) অবস্থান।

নিজেদের সবশেষ ম্যাচটিতে (১৬ মে) কোহলি-ডি ভিলিয়ার্সের ১১৫ রানের অবিচ্ছন্ন জুটিতে কলকাতার দেয়া ১৮৪ রানের লক্ষ্যটা আট বল বাকি থাকতেই টপকে যায় বেঙ্গালুরু। কোহলি ৭৫ (৫১ বল) ও ভিলিয়ার্স ৫৯ (৩১ বল) রানে অপরাজিত থাকেন। এ ম্যাচেই ৩১ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে ‘স্বরূপে’ ফেরেন গেইল।

তার আগের ম্যাচেই রেকর্ড ২২৯ রানের পার্টনারশিপ গড়ে টি-টোয়েন্টির রেকর্ড বুকে নাম লেখান কোহলি ও ডি ভিলিয়ার্স। দু’জনের ঝড়ো শতকে ভর করে ২৪৮ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায় বেঙ্গালুরু। জবাবে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় গুজরাট লায়ন্স।

পুরো টুর্নামেন্ট জুড়ে কোহলি ও ডি ভিলিয়ার্সের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে উচ্ছ্বাসই ঝরেছে গেইলের কণ্ঠে, ‘এটা চমৎকার, তারা (কোহলি ও এবি) চাপের মুখেও দুর্দান্ত ব্যাটিং করছে। ক্রেডিটটা অবশ্যই দু’জনকে দিতে হবে। কোহলি সামনে থেকে দারুণভাবে ‍নেতৃ্ত্ব দিচ্ছে। সব মিলিয়ে এটা অসাধারণ দলীয় প্রচেষ্টা। দু’জন ১২টি ম্যাচেই অবদান রেখেছে। আশা করছি, তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে এবং আমাদের জয়ের ধারায় রাখবে। ’

বুধবার (১৮ মে) নিজেদের পরবর্তী ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবেন গেইল-কোহলি-ডি ভিলিয়ার্সরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। পয়েন্ট টেবিলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বেঙ্গালুরু। প্লে-অফ নিশ্চিতে তাদের সামনে জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।