ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া মনোভাব ও ক্রীড়াচর্চা উন্নয়ন এবং পারস্পরিক মিথস্ক্রিয়তা সম্প্রসারনের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে আগামী ২০ মে ২০১৬ থেকে আশুলিয়ায় শুরু হতে যাচ্ছে ‘ডিআইইউ আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬’।
দেশের শীর্ষস্থানীয় ১০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
মঙ্গলবার (১৭ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টটি নিয়ে বিস্তারিত জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ টি বিশ্ববিদ্যালয় দু’গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় গুলো হলো ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকেনোলজি, সিটি ইউনিভার্সিটি, গ্রীন ইউনিভার্সিটি, ইষ্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি ও স্বাগতিক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
০৩ জুন ফাইনাল ম্যাচে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন সিকদার।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও টুর্নামেন্ট কমিটির কো-কনভেনর ইসহাক মিজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা।
এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মেজবাহ উর রশিদ মানিক, সহকারি পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ ইসলাম উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ১৭ মে ২০১৬
এমআর