ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারী ক্রিকেটে টানা তৃতীয় জয় আবাহনীর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মে ১৮, ২০১৬
নারী ক্রিকেটে টানা তৃতীয় জয় আবাহনীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিকেএসপি, সাভার থেকে: নারীদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। বুধবার (১৮ মে) বিকেএসপির চার নম্বর মাঠে নিজেদের চতুর্থ ম্যাচে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।


 
ইন্দিরা রোডের দেয়া ৬৫ রানের সহজ লক্ষ্য ৮.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে অতিক্রম করে আবাহনী। দুই ওপেনার শারমিন আক্রার ৩৫ ও শারমিন সুলতানা ২২ রানে অপরাজিত থাকেন।
 
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে আবাহনীর বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ইন্দিরা রোডের ব্যাটসম্যানরা। ২৪.১ ওভারে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় দলটি।  

জাহানারা আলমের পেস আক্রমণের সামনে ১৫ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে বসে ইন্দিরা রোড। পূজা দাস ও ফাতেমা জাহান সমান ১২ রান করলে পঞ্চাশের কোটা পেরোয় দলটি। দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল এ দুই ব্যাটসম্যানই। সর্বোচ্চ ১৫ রান এসেছে অতিরিক্ত থেকে।  
 
আবাহনীর অধিনায়ক জাহানারা আলম নেন সর্বোচ্চ তিনটি উইকেট। ইয়ামিম রুপা নিয়েছেন দু’টি উইকেট। একটি করে উইকেট লাভ করেন সুবর্না ইসলাম, জান্নাতুল ও সাবিকুন নাহার।
 
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।