ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মার্শ-ম্যাক্সওয়েলের পর আইপিএল ছাড়লেন স্টোইনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মে ১৮, ২০১৬
মার্শ-ম্যাক্সওয়েলের পর আইপিএল ছাড়লেন স্টোইনিস মার্কাস স্টোইনিস (ডানে)-ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কাস স্টোইনিস কিংস ইলেভেন পাঞ্জাবের তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার যিনি আইপিএলের চলতি আসর থেকে বিদায় নিয়েছেন। অবশ্য কোনো ইনজুরি সমস্যা নয়, ব্যক্তিগত অনিবার্য কারণবশত দেশে ফিরে গেছেন ২৬ বছর বয়সী বয়সী এ অলরাউন্ডার।

এর আগে পিঠের ইনজুরির কারণে শন মার্শ ও সাইড স্ট্রেইনের সমস্যায় ভুগে আইপিএল থেকে ছিটকে পড়েন গ্লেন ম্যাক্সওয়েল। এবার তৃতীয় অস্ট্রেলিয়ানকে হারালো প্রীতি জিনতার পাঞ্জাব।

এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না পাঞ্জাবের। ১২ ম্যাচে মাত্র চার জয়ে তারা পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। পাঞ্জাবের দুর্দশার মাঝে যে ক‍’জন উজ্জ্বল ছিলেন তার মধ্যে অন্যতম স্টোইনিস। পাঁচ ইনিংসে ১৩৫.১৮ স্ট্রাইক রেটে ১৪৬ রান ও বল হাতে সাত ম্যাচে আটটি উইকেট লাভ করেন তিনি।

স্টোইনিসের উল্লেখযোগ্য পারফরম্যান্সের মধ্যে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে তার চমৎকার অলরাউন্ড নৈপুণ্য অন্যতম। ৭ মে’র ম্যাচটিতে ব্যাট হাতে ৪৪ বলে ৫২ ও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলকে জয় উপহার দিয়ে ম্যাচসেরা হন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে (১৩ মে) পাঞ্জাবের জয়েও অসামান্য অবদান রাখেন স্টোইনিস। চার ওভারে ১৫ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন এ ডানহাতি মিডিয়াম পেসার।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।