মিরপুর থেকে: অবশেষে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের মৌসুমে হ্যাটট্টিকের দেখা মিললো। প্রিমিয়ার লিগে সপ্তম রাউন্ডের খেলায় শেখ জামালের বিপক্ষে হ্যাটট্টিক তুলে নিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ডানহাতি পেসার মোহাম্মদ শরীফ।
বুধবার (১৮ মে) মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বৃষ্টি শেষে খেলা শুরু হলে বল হাতে এসেই রীতিমত জ্বলে উঠেন শরীফ।
৩৪ তম ওভারে শরীফ বল হাতে এসে তার তৃতীয় ডেলিভারিটি ব্যক্তিগত ৩০ রানে মাহমুদল্লাহ রিয়াদ মিডউইকেটে ক্যাচ তুলে দিলে তা তালুবন্দি করেন সাইদ আনোয়ার। এরপর তার চতুর্থ গুড লেংথের বলটি ব্যক্তিগত ১৩ রানে জাবিদ হোসেনের অফ স্ট্যাম্প উড়ে গেলে হ্যাট্টিকের সামনে দাড়ান শরীফ।
অবশেষে সেই সাফল্য ঠিকই ধরা দেয় পরের বলটিতে। নাজমুস সাদাতকে ব্যক্তিগত ০ রানে এলবি’র ফাঁদে ফেলেই হ্যাটট্টিকের আনন্দে শূন্য হাত ছুড়ে লাফিয়ে উঠেন শরীফ।
এখানেই থেমে থাকেননি এই গাজী গ্রুপ পেস বোলার। ৩৮ তম ওভারে মোহাম্মদ শফিউলকে বোল্ড আউট করে দিনের চতুর্থ উইকেটটি তুলে নিয়েছেন।
শরীফের এমন কীর্তিতে জামাল নির্ধারিত ৩৮ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬৮ রান করতে পারে। বৃষ্টির কারণে ওভার কমানো হয়। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন ওপেনার আব্দুল্লাহ আল মামুন।
এরআগে প্রিমিয়ার লিগের এবারর আসরে গেল ২২ এপ্রিল প্রাইম ব্যাংকের বিপক্ষে বল হাতে শরীফ তুলে নিয়েছিলেন ২ উইকেট। ২ মে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে সমান সংখ্যক উইকেটের পর ৬ মে মোহামেডোনরে বিপক্ষে ১টি ও পরের ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে থলিতে পুড়েছিলেন ১টি উইকেট।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ১৮ মে, ২০১৬
এইচএল/এমএমএস