বিকেএসপি, সাভার থেকে: জয়ের এত কাছে গিয়ে ক্রিকেটে হারের ঘটনা খুবই কম। শেষের ব্যাটসম্যানদের ভুলে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্রকে এমনই এক হার দেখতে হলো বিকেএসপির চার নম্বর মাঠে।
ব্রাদার্স ইউনিয়নের দেয়া ২৬৩ রানের লক্ষ্যমাত্রা হ্যামিল্টন মাসাকাদজার ব্যাটিং দেখে খুব ছোটই মনে হচ্ছিলো। ১১১ রান করে তার ফিরে যাওয়ার পরই মুড়ির মতো উইকেট পড়তে থাকে কলাবাগানের উইকেট। শেষ ১৫ রানে ৭ উইকেট হারিয়ে জয়বঞ্চিত হয় কলাবাগান ক্রীড়া চক্র। ৪৯.২ ওভারে ২৫৩ রানে অলআউট হলে ৯ রানের হার সঙ্গী হয় মাশরাফির দলের। শেষের সাত ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে মাত্র ১৯ রান।
যদিও শেষ ওভার অব্দি জয়ের আশা টিকিয়ে রেখেছিল মাশরাফির দল। শেষ ৬ বলে দরকার ১০ রান, হাতে দুই উইকেট। অথচ আর রানই যোগ করতে পারলেন না দেওয়ান সাব্বির ও আব্দুর রাজ্জাক। ছক্কা হাঁকাতে গিয়ে সাদিকুর রহমানের প্রথম দু’ বলেই সীমানায় ক্যাচ তুলে দিলেন এ দুই ব্যাটসম্যান।
অবিশ্বাস্য এক জয়ের উদযাপনে মাতলো ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটার-কোচিং স্টাফ। সপ্তম রাউন্ড শেষে ব্রাদার্সের এটি চতুর্থ জয়।
দলের এমন হারে বিবর্ণ কলাবাগানের জিম্বাবুইয়ান রিক্রুট হ্যামিল্টন মাসাকাদজার অসাধারণ সেঞ্চুরিটি। ১০৫ বলে ৯টি চার ও একটি ছক্কায় ১১১ রান করে আউট হন মাসাকাদজা। লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। লিগের সর্বোচ্চ স্কোরার হয়েও শেষটা সুখকর হলো না। দলের পরাজয় দেখেই জিম্বাবুয়ের পথে ফিরতে হচ্ছে তাকে। জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের ডাকে আজ রাতেই দেশের পথে উড়াল দেবার কথা মাসাকাদজার।
ব্রাদার্সের স্পিনার নাবিল সামাদ চার উইকেট নিয়ে জয়ে দারুণ ভূমিকা রাখে। সাদিকুর নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মিলিন্দ কুমার, আসিফ হাসান ও তুষার ইমরান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে তুষার ইমরান (৭৭) ও ইমরুল কায়েসের (৬৭) অর্ধশতকে ২৬২ রান তোলে ব্রাদার্স। সংগ্রহটা এ দিন আরও বড় করতে পারতো দলটি। ৩৬ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েস ও তুষার ইমরান মিলে ১২৬ রানের জুটি গড়ে বড় সংগ্রহের পথে রাখেন দলকে।
এ জুটি ভাঙ্গার পরই এলোমেলো হয়ে পড়ে ব্রাদার্সের ব্যাটিং। শেষের ১০০ রান তুলতে ৯ উইকেট হারালে ৪৯.৩ ওভারে ২৬২ রানে অলআউট হয় ক্লাবটি
আব্দুর রাজ্জাক, হ্যামিল্টন মাসাকাদজা, দেওয়ান সাব্বির ও শরিফুল্লাহ নিয়েছেন দুটি করে উইকেট। ৯ ওভার বল করে ৭৩ রান দিয়ে এ দিন উইকেটের দেখা পাননি মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ১৮ মে, ২০১৬
এসকে/এমএমএস