ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় দলে ফিরলেন নারিন-পোলার্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মে ১৯, ২০১৬
ক্যারিবীয় দলে ফিরলেন নারিন-পোলার্ড ছবি:সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ দলে আবারও ফিরছেন অফস্পিনার সুনিল নারিন ও অলরাউন্ডার কাইরন পোলার্ড। ২০১৫ সালের নভেম্বরের পর থেকে তারা ক্যারিবীয় দলের হয়ে আর খেলেননি।

তবে আগামী ৩ জুন থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রি-দেশিয় ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন তারা।

দল গঠনে রাখা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রাখা কার্লোস ব্র্যাথওয়েট ও মারলন স্যামুয়েলসকে। তবে বাদ পড়েছেন নামি কয়েকজন ক্রিকেটার এরা হলেন, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, ডোয়েন ব্রাভো ও ক্রিস গেইল।

নারিন গত নভেম্বরে শ্রীলঙ্কা সফরে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ হন। পরবর্তীতে তাকে আইসিসি থেকে বোলিংয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে তাকে রাখা হলেও তিনি নিজেকে প্রত্যাহার করে নেন। কিন্তু চলমান আইপিএল শুরুর আগে তার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সর্বশেষ তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আট ম্যাচে সাত উইকেট নিয়েছেন।

এদিকে গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার রাম স্লাম টি-২০তে হাঁটুর ইনজুরিতে পড়েন পোলার্ড। পরবর্তীতে বিশ্বকাপ স্কোয়াডে তার নাম থাকলেও তিনিও নিজের নাম প্রত্যাহর করেন। তবে আইপিএলে তিনি নিয়মিত খেলে যাচ্ছেন।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), সুলেমান বেন, কার্লোস ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, শ্যানন গ্যাব্রিয়েল, সুনিল নারাইন, অ্যাশলে নার্স, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, মারলন স্যামুয়েলস, জেরোম টেলর।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ১৯ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।