ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

থাকছেন না কোহলি-ধাওয়ান-রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মে ১৯, ২০১৬
থাকছেন না কোহলি-ধাওয়ান-রোহিত

ঢাকা: জিম্বাবুয়ে সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে থাকছেন না বিরাট কোহলি, শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। তাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

এছাড়া, মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়েও সংশয় রয়েছে। আর ধোনি এই সিরিজে না খেললে ভারতকে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে।

 

আগামী ১১ জুন থেকে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সিরিজে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

 

গত অক্টোবরের পর থেকে কোহলি একটানা ম্যাচ খেলে যাচ্ছেন। হোম সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার পর থেকেই তিনি কোনো ম্যাচেই মাঠের বাইরে ছিলেন না। চলমান আইপিএলের আসরেও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। তাই ক্রিকেটের বাইরে কিছুদিনের বিশ্রাম পাবেন ভারতের টেস্ট দলপতি-এমনটি জানিয়েছে বিসিসিআইয়ের একটি সূত্র।

সূত্রটি আরও জানায়, গত ছয়মাসে একাধারে ভারতীয় জাতীয় দল আর আইপিএলের আসরে খেলে যাচ্ছেন রোহিত শর্মা। ফলে, তাকেও বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিখর ধাওয়ানের প্রসঙ্গে বিসিসিআই কোনো পরিষ্কার ধারণা দেয়নি। ধোনির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া না হলেও সূত্রটি জানায়, ভারতের সীমিত ওভারের এই দলপতি যদি এই সিরিজটি থেকে নিজেকে সরিয়ে রাখতে চান, তবে দলকে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে।

উইকেটরক্ষকের দায়িত্ব পেতে পারেন আইপিএলের আসরে দুর্দান্ত খেলে যাওয়া বেঙ্গালুরুর লোকেশ রাহুল। এছাড়া, উঠতি তারকাদের মধ্যে অনূর্ধ্ব-১৯ দলের রিশব প্যান্ট সুযোগ পেতে পারেন।

ইনজুরি থেকে ফেরা পেসার মোহাম্মদ সামি আর মোহতি শর্মাকে সুযোগ দেওয়া হতে পারে বলে বিসিসিআইয়ের সূত্রটি জানায়। এছাড়া স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজার সঙ্গে দেখা যেতে পারে হরভজন সিং ও অমিত মিশ্রকে। ব্যাটসম্যান হিসেবে দলে আসতে পারেন ক্রুনাল পান্ডে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ১৯ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।