ঢাকা: অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে একমত পোষণ করলেন দক্ষিণ আফ্রিকার দুই টেস্ট সতীর্থ ভারনন ফিল্যান্ডার ও কাগিসো রাবাদা। তারা কেউই এখনও দিবা-রাত্রির টেস্ট বা গোলাপি বলে খেলতে প্রস্তুত নন।
সম্প্রতি প্রোটিয়াদের অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলের টেস্ট আয়োজনের কথা জানায় অজিরা। তবে ক্রিকেট সাউথ আফ্রিকা থেকে ম্যাচটি খেলার ব্যাপারে আপত্তি জানানো হয়। প্রোটিয়া ক্রিকেটাররা এখনও ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলে খেলতে প্রস্তুত নয় বলে জানানো হয়। আগে ঘরোয়া ম্যাচে ফ্লাড লাইটের নিচে খেলতে চান তারা।
এক সাক্ষাৎকারে ফিল্যান্ডার জানান, ‘এমন ম্যাচ খেলার আগে ঘরোয়া লিগে ফ্লাড লাইটের নিচে খেলে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমরা ঘরোয়া লিগে এমন ম্যাচ এখনও খেলিনি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে একরকম অন্ধ হয়েই খেলতে হবে, যদি আমরা ম্যাচটি খেলি। ’
এদিকে ফাস্ট বোলার রাবাদার সুর অবশ্য কিছুটা নরম। তার মতে, ‘আমি ম্যাচটি নিয়ে এখনও চিন্তা করিনি। তবে ভবিষ্যতে হয়তো আমাকেও খেলতে হবে। এই ম্যাচটির ভালো-খারাপ দুটো দিকই রয়েছে। তবে অবশ্যই উচিৎ খারাপ দিকগুলো কিভাবে দূর করা যায় সেদিক চিন্তা করা। ’
চলতি বছরের শেষ দিকে প্রোটিয়াদের অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে। যেখানে অ্যাডিলেডে দিবা-রাত্রির ম্যাচের পরিকল্পনা করছে অজিরা।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১৯ মে, ২০১৬
এমএমএস