ঢাকা: ভারতের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড় আর বোলিং কোচ হিসেবে জহির খানকে চান দলের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং। এর আগে দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদে দেখতে চেয়ে বিসিসিআইয়ের কাছে অনুরোধ জানিয়েছিলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার আজহার উদ্দিন।
দ্রাবিড় প্রসঙ্গে হরভজন জানান, যদি আমাকে জিজ্ঞেস করা হয়-আমি দ্রাবিড়কে প্রধান কোচ আর বোলিং কোচ হিসেবে জহিরকে চাইবো। আমার বিশ্বাস তাদের অভিজ্ঞতা এই পদগুলোতে বসার জন্য যথেষ্ট। তবে, এগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। সিদ্ধান্ত নেওয়ার জন্য বোর্ড রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার ডিরেক্টরের পদ থেকে মেয়াদ শেষ হয় রবি শাস্ত্রীর। তারপর থেকেই ভারতের কোচ হওয়ার জন্য ইচ্ছে পোষণ করতে থাকেন বেশ কিছু হাই-প্রোফাইলের বিদেশি কোচ। শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে দেশি কোচদের মধ্যে এগিয়ে থাকা কিংবদন্তি ব্যাটসম্যান ও ভারতের সাবেক দলপতি রাহুল দ্রাবিড় ছাড়াও রয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন, টাইগারদের অস্ট্রেলিয়ান সাবেক কোচ স্টুয়ার্ট ল, নিউজিল্যান্ডের সাবেক দলপতি স্টিফেন ফ্লেমিং, ডেনিয়েল ভেট্টরিরা।
ভারতের ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দ্রাবিড়। এছাড়া চলমান আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের কোচ হিসেবেও কাজ করছেন তিনি।
সম্প্রতি ভারতীয় কোচের জন্য নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরির নাম প্রস্তাব করেছেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। হরভজন এ প্রসঙ্গে জানান, ভেট্টরি অবশ্যই আমাদের পছন্দের একটি নাম। তারা তিনজনই দারুণ অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। আর ভারতের প্রধান কোচের পদে বসার জন্য তিনজনই যোগ্য।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ১৯ মে ২০১৬
এমআর