ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নেমেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আর সাদা পোশাকের ম্যাচে নেমেই ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে ছিলেন।
সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের ১০ হাজার রানের বিশ্বরেকর্ড ভেঙে দেওয়ার কাছাকাছি গিয়েও কুককে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে।
ধুম-ধারাক্কা টি-টোয়েন্টির পর আবারো এই দুই দলের অংশগ্রহণে শুরু হয় টেস্ট সিরিজ। বৃহস্পতিবার (১৯ মে) হেডিংলিতে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামে লঙ্কানরা।
মাঠে নামার আগে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেন্ডুলকারের ১০ হাজার রানের বিশ্বরেকর্ড ভাঙার দরজায় দাঁড়িয়েছিলেন কুক। রেকর্ডটি গড়তে মাত্র ৩৬ রান দূরে ছিলেন তিনি।
ক্রিকেট ইতিহাসে সাদা পোশাকে সবচেয়ে কম বয়সে ১০ হাজার রানের মাইলফলক এখনও স্পর্শ করা হয়নি কুকের। লঙ্কানদের বিপক্ষে এ ম্যাচে ৫২ বল মোকাবেলা করে দুটি চারের সাহায্যে ১৬ রান করেই বিদায় নেন তিনি। ওপেনিংয়ে নামা কুক দাসুন শানাকার বলে ইনিংসের ২১তম ওভারে উইকেটের পেছনে দিনেশ চান্দিমালের গ্লাভসে ধরা পড়েন।
টেন্ডুলকার যে বয়সে বিশ্বরেকর্ডটি গড়েছিলেন, তার থেকে প্রায় পাঁচ মাস আগেই রেকর্ডটির মালিক হতে পারবেন ৩১ বছর ১৪৬ দিন বয়সী কুক। তাতে আরও ২০ রান দরকার তার। নিজেকে বারবার প্রমাণ করা অভিজ্ঞ ব্যাটসম্যান কুক প্রথম ইংলিশ ব্যাটসম্যান ও ১২তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান স্পর্শ করার গৌরব অর্জন করবেন।
এ ম্যাচ নিয়ে কুক ক্যারিয়ারে ১২৭টি টেস্ট খেলছেন। এর আগে ২৮টি সেঞ্চুরি ও ৪৭টি হাফ-সেঞ্চুরি করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। সাদা পোশাকে তার মোট রান ৯,৯৮০।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১৯ মে ২০১৬
এমআর