ঢাকা: কাঁধের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কা দলে নেই পেসার ধামিকা প্রসাদ। লিডস টেস্টে তার না থাকাটা আগেই চূড়ান্ত ছিল।
পরবর্তী চিকিৎসার জন্য দেশে ফিরে যাবেন প্রসাদ। টেস্ট সিরিজ শুরুর আগে এসেক্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময় ইনজুরিতে ভোগেন ৩২ বছর বয়সী এ ডানহাতি বোলার। এরপর গত ৯ দিনে কাঁধের সমস্যার কারণে নেটেও বোলিং করতে পারেননি।
বুধবারের (১৮ মে) ফিটনেস টেস্ট শেষে পরবর্তী চিকিৎসার জন্য প্রসাদকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজার চারিথ সেনানায়েকে বলেন, ‘এটা একটা প্রচলিত ইনজুরি। আজ তার আরেকটি পরীক্ষা করা হয়েছে। কিন্তু গতকাল ট্রেনিংয়ের সময়ও তাকে টেস্ট করানো হয়েছিল। সে এখনো বোলিং করতে পারছে না। ’
প্রথম দুই টেস্টে প্রসাদ নিশ্চিতভাবেই খেলতে পারবেন না। দ্বিতীয় (২৭-৩১ মে) ও তৃতীয় ম্যাচের (৯-১৩ জুলাই) মাঝে আটদিনের বিরতি রয়েছে। এ সময়ের মধ্যে প্রসাদের ইংল্যান্ডে ফেরাটাকে অনিশ্চিত হিসেবেই মনে করছেন সেনানায়েকে।
টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা। সীমিত ওভারের সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি লঙ্কানরা।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এমআরএম