ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাইওয়ানের অ্যাম্বাসেডর তাসকিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ১৯, ২০১৬
মাইওয়ানের অ্যাম্বাসেডর তাসকিন ছবি: সুমন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাইওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটার তাসকিন অাহমেদ।

বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীর রাওয়া কনভেনশন হলে এক অনুষ্ঠানে মাইওয়ানের সঙ্গে চুক্তিবদ্ধ হন বাংলাদেশের উদীয়মান এই ক্রিকেট তারকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইওয়ান ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ রাজ্জাক খান ও ডিরেক্টর মিসেস দিলরুবা তনু। কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডিরেক্টর দিলরুবা তনু পেসার তাসকিনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।

মাইওয়ানের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন অাহমেদ তার বক্তব্যে বলেন, অাজ থেকে অামি মাইওয়ান পরিবারের সদস্য। খেলার পাশাপাশি এ ব্র্যান্ডকে শীর্ষে পৌঁছুতে কাজ করবো।

অাইসিসির নিষেধাজ্ঞায় অান্তর্জাতিক ম্যাচ থেকে দূরে থাকা এই খেলোয়াড় বলেন, যদিও এখন অামার সময়টা খারাপ যাচ্ছে, তবে সামনে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ!

তিনি সবার দোয়া চেয়ে বলেন, অামি যেন লিজেন্ড হতে পারি, খেলা নিয়ে অনেক দূর যেতে পারি সে দোয়া করবেন।

অাধা ঘণ্টাব্যাপী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রাজ্জাক খান বাংলাদশে ইলেক্টনিক্স শিল্প বিপ্লবে তার কোম্পানির ১৪ বছরের সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।

তিনি তাসকিনের উদ্দেশ্যে বলেন, এখন থেকে অাপনি অামাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের যুদ্ধে একজন অগ্র-সৈনিক। বাংলাদেশ ক্রিকেটকে যেমন উজ্জ্বল করেছেন, তেমনিভাবে অামাদের দীপ্তময় করে তুলবেন। অাপনাকে সঙ্গে নিয়ে মাইওয়ান অারও এগিয়ে যেতে চায়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার কেএমজি কিবরিয়া।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬
জেপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।