ঢাকা: সুরেশ রেইনার ৩৬ বলে অনবদ্য ৫৩ রানের ঝড়ো ব্যাটিং ও ডুয়াইন স্মিথ’র বারুদসম বোলিংয়ে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ানস ও বেঙ্গালুরুকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল গুজরাট লায়ন্স।
গুজরাটের হয়ে বলহাতে কলকাতার চার হেভিওয়েট ব্যাটসম্যান রবিন উথাপ্পা, মানিশ পান্ডে, পিযুষ চাওলা ও সাকিব আল হাসানকে ফিরিয়ে দিয়ে কলকাতাকে ১২৪ রানে ইনিংস গুটাতে বাধ্য করেছেন ডুয়াইন স্মিথ।
আর কলকাতার দেয়া ১২৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটের বিনিময়ে ৩৯ বল বাকি থাকতেই ১২৫ রান সংগ্রহ করে লক্ষ্যে পৌঁছে গুজরাট।
এরআগে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) কানপুরে, গুজরাট লায়ন্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে কলকাতা নাইট রাইডার্স্। আর ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা এদিন কলকাতোকে এমনভাবে পেয়ে বসেছিল যে ব্যক্তিগত ৩০ রানের কোঠাই কেউ স্পর্শ করতে পারেননি।
তবে, দলটির হয়ে বলেতে গেলে একাই লড়েছেন মিডল অর্ডারের ইউসুফ পাঠান। ৩৬ বলে তাঁর ৩৬ রান আর ওপেনার রবিন উথাপ্পা’র ১৯ বলে ২৫ রানের ইনিংসের সুবাদে ৮ উইকেটে ১২৪ রানের স্বপ্ল সংগ্রহ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কলকাতা নাইট রাইডার্সকে।
গুজরাট লায়ন্সের হয়ে বলহাতে ক্যারিবিয় পেসার ডুয়াইন স্মিথ ৪টি, ধাওয়াল কুলকার্নি, ডুয়াইন ব্রাভো ও সাদাব জাকাতি নিয়েছেন ১টি করে উইকেট।
জবাবে জয়ের জন্য ১২৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার বোলিং তোপে দলীয় ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে অনেকটাই ব্যাকফুটে চলে যায় গুজরাট।
গুজরাট ব্যাটিং ইনিংসের একেবারে প্রথম বলে অঙ্কিত রাজপুতের বলে উথাপ্পার হাতে ক্যাচ দিয়ে রানের খাতা না খুলেই দলীয় ১ রানে প্যাভিলনে ফিরেছেন ওপেনার ডুয়াইন স্মিথ। রাজপুতের পর সুনিল নারাইনের স্পিন ঘূর্ণিতে ব্যক্তিগত ৬ রানে এলবি’র ফাঁদে পড়ে দলীয় ১৮ রানে ইনিংসের সমাপ্তি টেনেছেন ব্রেন্ডন ম্যাককালাম আর মরনে মরকেলের সুইংয়ে পরাস্ত হয়ে ব্যক্তিগত ১২ ও দলীয় ৩৮ রানে বোল্ড আউট হয়েছেন দিনেশ কার্তিক।
এরপর দলটিকে খেলায় ফেরান চতুর্থ উইকেট জুটি। এই জুটিতে সুরেশ রেইনা ও অ্যারন ফিঞ্চ ৫৯ রান সংগ্রহ করে দলকে জয়ের সুবাস পাইয়ে দিয়ে ব্যক্তিগত ২৬ ও দলীয় ৯৭ রানে রান আউট হয়ে ক্রিজ ছাড়েন অ্যারন ফিঞ্চ।
ফিঞ্চের পর পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ৪ উইকেটের বিনিময়ে ১২৫ রান সংগ্রহ করে ২৮ রানের পথ পাড়ি দেন ম্যাচ উইনিং ব্যাটসম্যান সুরেশ রেইনা।
সুরেশ রেইনা অপরাজিত ছিলেন ৫৩ ও রবীন্দ্র জাদেজা ছিলেন ১১ রানে।
কলকাতার হয়ে বল হাতে অঙ্কিত রাজপুত, সুনিল নারাইন ও মরনে মরকেল নিয়েছেন ১টি করে উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন ডুয়াইন স্মিথ ।
বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, ২০ মে ২০১৬
এইচএল