ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিষেকে দুর্দান্ত শানাকা, ব্যাকফুটে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মে ২০, ২০১৬
অভিষেকে দুর্দান্ত শানাকা, ব্যাকফুটে ইংল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার হয়ে অভিষেক টেস্টে আলো ছড়ালেন অলারাউন্ডার দাসুন শানাকা। তার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে দলীয় ৮৩ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।

পরে অবশ্য দলের হাল ধরে প্রাথমিক বিপর্যয় সামাল দেন অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টো।

বৃষ্টির কারণে ৫৩ ওভারের খেলা মাঠে গড়ায়। সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজারি রানের অভিজাত ক্লাবে নাম লেখানোর লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। কিন্তু, প্রথম ইনিংসে তার শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙা হলো না।

মাইলফলক ছোঁয়া থেকে ২০ রান দূরে থাকতে ব্যক্তিগত ১৬ রানের মাথায় শানাকার বলে দিনেশ চান্দিমালের গ্লাভসে ধরা পড়েন কুক। দলীয় ৪৯ রানেই শানাকার দ্বিতীয় শিকারে পরিণত হন নিক কম্পটন (০)। এরপর দুর্দান্ত ফর্মে থাকা জো রুটকেও শূন্য রানে ফেরান শানাকা। জেমস ভিঞ্চি ৯ ও বেন স্টোকস ১২ রান করে আউট হন।

একটা পর্যায়ে ৮৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চাপের মুখেই পড়ে স্বাগতিকরা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ৮৮ রানে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টো। ওপেনার হেলস ৭১ ও লোয়ার মিড অর্ডারে নামা বেয়ারস্টো ৫৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে ‍নামবেন।

লঙ্কান বোলারদের মধ্যে শানাকার তিন উইকেটের পাশাপাশি ভিঞ্চিকে শামিন্দা ইরাঙ্গা ও স্টোকসকে সাজঘরে ফেরান নুয়ান প্রদীপ।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মে ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।