ঢাকা: পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের প্লে-অফ অনেকটাই নিশ্চিত। এবার আইপিএলে নিজেদের ১৩তম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের হায়দ্রাবাদ।
এবারের আসরের প্রথম দেখায় সানরাইজার্সকে তাদের মাঠেই সাত উইকেটের বড় ব্যবধানে হারায় দিল্লি। ১২ মে’র ম্যাচটিতে চার ওভারে ৩৯ রান খরচায় উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ। ফিরতি ম্যাচটিতে ‘কাটার মাস্টার’ নিশ্চয়ই জ্বলে উঠতে চাইবেন!
শুক্রবার (২০ মে) ছত্তিশগড়ের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে হায়দ্রবাদ-দিলি ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
প্লে-অফ নিশ্চিতে দিল্লির জন্য এটি বাঁচা-মরার ম্যাচ। নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই তারা হারের মুখে দেখে। ওই একটি জয়ই আসে হায়দ্রাবের বিপক্ষে। অন্যদিকে, সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে উড়ছে সানরাইজার্স। দিল্লির কাছে হারের পর পাঞ্জাবের বিপক্ষে জয়ের ধারায় ফেরেন মুস্তাফিজরা। এবার তাদের সামনে শীর্ষস্থান ধরে রাখার মিশন।
হ্যামস্টিং ইনজুরিতে আশিস নেহরার টুর্নামেন্ট থেকে ছিটকে পড়াটা সানরাইর্জের জন্য বড় ধাক্কাই বয়ে আনলো। তার অনুপস্থিতিতে একাদশে ফিরতে পারেন বারিন্দার স্রান। ডানহাতি পেসার অভিমান্য মিথুন এবং বাঁহাতি স্পিনার বিপুল শর্মাকেও বিকল্প ভাবছে টিম ম্যানেজমেন্ট।
সবশেষ (১৫ মে) কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে জেতা ম্যাচে ১১ বলে ১৮ রানে অপরাজিত থাকলেও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেন কাটিংয়ের জায়গায় কেন উইলিয়ামসন পুনরায় ডাক পেতে পারেন।
পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা সানরাইজার্সের সংগ্রহ ১২ ম্যাচে ৮ জয়ে ১৬। নেট রান রেটও (+০.৪০০) দুর্দান্ত। সমান ম্যাচে ১২ পয়েন্টে ছয় নম্বরে দিল্লি। এক ম্যাচ করে বেশি খেলা গুজরাট লায়ন্স ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে, ১৪ পয়েন্টে তিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সমান পয়েন্টে চারে কলকাতা নাইট রাইডার্স ও পাঁচ নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স।
সানরাইজার্স একাদশ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, দিপক হুদা, যুবরাজ সিং, বেন কাটিং/কেন উইলিয়ামসন, নামান ওঝা (উইকেটরক্ষক), ময়েজেস হেনরিকস, ভুবনেশ্বর কুমার, করন শর্মা, মুস্তাফিজুর রহমান, বারিন্দার স্রান।
দিল্লি একাদশ (সম্ভাব্য): কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), শ্রেয়াস আয়ার/মায়াঙ্ক আগারওয়াল, করন নায়ার, সাঞ্জু স্যামসন, রিশাভ প্যান্ট, জেপি ডুমিনি/কার্লস ব্রাথওয়েট/স্যাম বিলিংস, ক্রিস মরিস, অমিত মিশ্র, জহির খান (অধিনায়ক), নাথান কোল্টার নাইল/ইমরান তাহির, মোহাম্মদ শামি/জয়ন্ত যাদব/পাওয়ান নেগি/শাহবাজ নাদিম।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ২০, ২০১৬
এমআরএম