ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লারা-সাঙ্গা-স্মিথ-ক্যালিসদের অর্থ পরিশোধ হয়নি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ২১, ২০১৬
লারা-সাঙ্গা-স্মিথ-ক্যালিসদের অর্থ পরিশোধ হয়নি! ছবি:সংগৃহীত

ঢাকা: চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় অবসরপ্রাপ্তদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাস্টার্স চ্যাম্পিয়নস লিগ (এমসিএল)। তবে এ আসরটিতে সাবেক তারকা কয়েকজনের অর্থ এখনও পরিশোধ হয়নি বলে জানায় দ্য ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আমরা একমাত্র দল হিসেবে ‘জিমিনি অ্যারাবিয়ানসকে জানি, যারা নির্ধারিত সময়ের মধ্যে ক্রিকেটারদের পুরো অর্থ পরিশোধ করেছে। তবে বাকি দলগুলো এখনও তাদের কিছু কিছু ক্রিকেটারকে চুক্তির অর্থ দেয়নি। অথচ আসরটি তিন মাসেরও বেশি হলো শেষ হয়েছে। আর এমন পরিস্থিতি আগামীতে বেশ নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা শঙ্কা করছি। ’

আমিরাতের দুবাই ও শারজা স্টেডিয়ামে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। সেখানে এক সময়কার তারকা ক্রিকেটাররা অংশ নেন।

আসর মাতাতে অংশ নিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, গ্রায়েম স্মিথ, বিরেন্দর শেওয়াগ, জ্যাক ক্যালিস, মাহেলা জয়াবর্ধনে, মাইকেল ভন, ব্রায়ান লারা, গ্রায়েম সোয়ান, আজহার মেহমুদ, কুমার সাঙ্গাকারাদের মতো বিশ্ব তারকারা।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ২১ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।