ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্টে অনিশ্চিত স্টোকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মে ২২, ২০১৬
দ্বিতীয় টেস্টে অনিশ্চিত স্টোকস বেন স্টোকস-ছবি:সংগৃহীত

ঢাকা: হেডেংলি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তিন দিনেই জয় তুলে নিলো ইংল্যান্ড। তবে জয়ের দিনে দুঃসংবাদ শুনতে হলো ইংলিশদের।

হাঁটুর চোটে ভোগা অলরাউন্ডার বেন স্টোকস দ্বিতীয় টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন।

ম্যাচের দ্বিতীয় দিন বোলিং করার সময় হাঁটুতে ইনজুরি হয় স্টোকসের। পরে তিনি মাঠ থেকে বেরিয়ে যান। আর তৃতীয় দিনে লঙ্কার ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে তো মাঠেই নামেননি তিনি।

এদিকে দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে স্টোকসের ঘরের মাঠ ডারহামে। ইতোমধ্যে খেলাকে কেন্দ্র করে ২৫ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। তবে তারকা এ ক্রিকেটারের ইনজুরিতে ঘরের সমর্থকদের কিছুটা হলেও দুঃখ দেবে।

আগামী ২৭ মে তিন ম্যাচ টেস্টে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচের আগে যদি স্টোকস সুস্থ হয়ে না ওঠেন, তবে দলে নেওয়া হতে পারে অলরাউন্ডার ক্রিস ওকস অথবা জ্যাক বলকে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ২২ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।