ঢাকা: চলমান আইপিএলের গ্রুপস্টেজের আগের ম্যাচে (৫৫তম) হায়দ্রাবাদকে ২২ রানে হারিয়ে শেষ চারের টিকিট কাটে কলকাতা। তারও আগে হায়দ্রাবাদ আর গুজরাটের প্লে-অফ নিশ্চিত হয়েছিল।
প্লে-অফের এলিমিনেটর ম্যাচে আরেকবার মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা-হায়দ্রাবাদ।
আগে ব্যাট করা দিল্লি এ ম্যাচে জিতলে তারাই প্লে-অফের সুযোগ পেত। তবে, বাঁচা-মরার এ লড়াইয়ে দিল্লির ১৩৮ রানের পুঁজি ১১ বল হাতে রেখেই টপকে যায় কোহলি বাহিনী।
দিল্লির হয়ে ব্যাট হাতে ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। ৫২ বলে তিনি ৫টি চার আর একটি ছক্কায় তার ইনিংসটি সাজান। এছাড়া, ক্রিস মরিস শেষ দিকে ১৮ বলে অপরাজিত ২৭ রান করলে লড়াইয়ের কিছুটা সাহস পায় দিল্লি।
বেঙ্গালুরুর হয়ে ৪ ওভারে ৩২ রান দিয়ে তিনটি উইকেট পান যোগেন্দ্র চাহাল। আর ২ ওভারে ১১ রান খরচায় দুটি উইকেট তুলে নেন ক্রিস গেইল।
বল হাতে দুটি উইকেট পেলেও ব্যাট হাতে মাত্র এক রান করে বিদায় নেন গেইল। ১৩৯ রানের টার্গেটে ওপেনিংয়ে নামেন এই ক্যারিবীয়ান। আরেক ওপেনার বিরাট কোহলি ৪৫ বলে ৬টি বাউন্ডারিতে ৫৪ রান করে অপরাজিত থাকেন। এবিডি ভিলিয়ার্স ৬, লোকেশ রাহুল ৩৮ আর শেন ওয়াটসন ১৪ রান করে বিদায় নেন। ১৬ রানে অপরাজিত থাকেন স্টুয়ার্ট বিন্নি।
ম্যান অব দ্য ম্যাচ হন কোহলি।
এ ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে বেঙ্গালুরু। ১৪ ম্যাচে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট। সমান ম্যাচে বেঙ্গালুর, হায়দ্রাবাদ এবং কলকাতারও পয়েন্ট ১৬। নেট-রানরেটে বেঙ্গালুরু দুইয়ে, হায়দ্রাবাদ তিনে আর কলকাতা চার নম্বরে অবস্থান করছে।
আগামী ২৪ মে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কোহলি-গেইলদের বেঙ্গালুরু এবং সুরেশ রায়নার অভিষিক্ত দল গুজরাট লায়ন্স। ২৫ মে এলিমিনেটরে লড়বে মুস্তাফিজের হায়দ্রাবাদ এবং সাকিবের কলকাতা। গ্রুপ পর্বের মুখোমুখি দেখায় সাকিবদের বিপক্ষে দুটি ম্যাচেই হেরেছে মুস্তাফিজরা।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৬
এমআর/পিসি