মিরপুর থেকে: চার দিন বিরতির পর মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। টুর্নামেন্টের সপ্তম রাউন্ড শেষ।
মঙ্গলবার (২৪ মে) অষ্টম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে মিরপুরে প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে মোহামেডান। খেলা শুরু হবে সকাল ৯টায়। মোহামেডানের বিপক্ষে ম্যাচে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী প্রাইম ব্যাংক অধিনায়ক শুভাগত হোম।
সোমবার (২৩ মে) দুপুরে ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে মোহামডানের বিপক্ষে ম্যাচকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে শুভাগত জানান, ‘ প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুপার লিগে যেতে এই ম্যাচটিও বেশ গুরুত্বপূর্ণ। আমরা প্রতিটি ম্যাচই স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। কালকের ম্যাচেও আমরা ভাল খেলতে চেষ্টা করবো। ’
আর এই ম্যাচে জয় পেতে হলে শুধু ব্যাট কিংবা বলে জ্বলে উঠলেই চলবে না। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও জ্বলে উঠতে হবে বলে মত দিলেন প্রাইম ব্যাংক অধিনায়ক, ‘আমরা আমাদের শক্তির সর্বোত্তম ব্যবহার করেই সামনের ম্যাচগুলোতে খেলবো। তবে যেহেতু দলটি মোহামেডান তাই জয় পেতে হলে শুধু ব্যাটিং কিংবা বোলিং নয়, প্রতিটি বিভাগেই কাল ভাল খেলতে চেষ্টা করবো। ’
এদিকে, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরে ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের বেশ ভালই জবাব দিচ্ছেন প্রাইম ব্যাংক টপ অর্ডার নুরুল হাসান সোহান। বিগত ম্যাচগুলোর ধারাবাহিকতায় মোহামেডানের বিপক্ষে এই ম্যাচেও তার ব্যাট জ্বলে উঠবে বলে বিশ্বাস সতীর্থ শুভাগতের, ‘আমরা চাচ্ছি সোহানকে সুযোগ দিতে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ভাল ফর্মেও আছে। ওর এই ফর্মের সেরা ব্যবহার করেই আমরা মোহোমেডানের বিপক্ষে ভাল কিছু করার চেষ্টা করবো। ’
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৩ মে ২০১৬
এইচএল/এমআরএম